সাধারণ ছুটি ৫ মে পর্যন্ত বেড়েছে
করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় সাধারণ ছুটি ৫ মে ২০২০ তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে। আজ (বুধবার) জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ছুটি বাড়ার সঙ্গে সঙ্গে নতুন কিছু নির্দেশনাও যুক্ত হয়েছেছে।
করোনা সংক্রমণ প্রতিরোধে গত ২৬ মার্চ ২০২০ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত দেশে টানা ৩১ দিনের সাধারণ ছুটি চলছে। পরিস্থিতির উন্নতি না হওয়ায় এ ছটির মেয়াদ ৫ মে ২০২০ তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে।