নভেম্বর ১৩: ১১ নভেম্বর সকালে বেইজিংয়ের চুংশান পার্কের চুংশান হলে মহান জাতীয় বীর, মহান দেশপ্রেমিক ও চীনের গণতান্ত্রিক বিপ্লবের অগ্রদূত সান ইয়াত-সেনের জন্মের ১৫৯তম বার্ষিকী স্মরণে চীনের গণরাজনৈতিক পরামর্শ সম্মেলন (সিপিপিসিসি) এক অনুষ্ঠানের আয়োজন করে ।
অনুষ্ঠানে সিপিপিসিসির ভাইস চেয়ারম্যান বাটার, জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান ও চীনা রেভল্যুশনারি কমিটি কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান জেং জিয়ানবাং, চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় ইউনাইটেড ফ্রন্ট ওয়ার্ক ডিপার্টমেন্টের উপমন্ত্রী মা লিহুয়াইসহ নেতারা পর্যায়ক্রমে সান ইয়াত-সেনের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা সান ইয়াত-সেনের মূর্তির সামনে নীরবে দাঁড়িয়ে তিনবার নত হয়ে শ্রদ্ধা জানান।
সিপিপিসিসির ভাইস চেয়ারম্যান মুও হং অনুষ্ঠানটি পরিচালনা করেন ।
(শিশির/হাশিম/স্বর্ণা)
全国政协12日上午在北京中山公园中山堂举行仪式,纪念伟大的民族英雄、伟大的爱国主义者、中国民主革命的伟大先驱孙中山先生诞辰159周年。
全国政协副主席巴特尔代表全国政协,全国人大常委会副委员长、民革中央主席郑建邦代表民革中央,中共中央统战部副部长马利怀代表中共中央统战部,北京市副市长文献代表北京市政府,先后向孙中山先生塑像敬献花篮。参加仪式的各界人士在孙中山先生塑像前肃立并三鞠躬。
全国政协副主席穆虹主持仪式。
সান ইয়াত-সেনের ১৫৯তম জন্মবার্ষিকী স্মারক অনুষ্ঠান
Connect With Us:
Advertisement
Our Editorial Standards
We are committed to providing accurate, well-researched, and trustworthy content.
Fact-Checked
This article has been thoroughly fact-checked by our editorial team.
Expert Review
Reviewed by subject matter experts for accuracy and completeness.
Regularly Updated
We regularly update our content to ensure it remains current.
Unbiased Coverage
We strive to present balanced information.