সুলতান ডাইনের কাচ্চিতে কুকুরের মাংস’র অভিযোগ, যা বললো কর্তৃপক্ষ


এডু ডেইলি ২৪ প্রকাশ: মার্চ ৯, ২০২৩, ১:০৪ অপরাহ্ন / আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৪, ১২:৪৪ অপরাহ্ন /
সুলতান ডাইনের কাচ্চিতে কুকুরের মাংস’র অভিযোগ, যা বললো কর্তৃপক্ষ

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ বিভিন্ন প্লাটফর্মে সুলতান ডাইনের কাচ্চিতে কুকুরের মাংস দিয়ে বিক্রির অভিযোগ তুলে করা পোস্ট শেয়ার করছেন অনেকেই। এরপর বিষয়টি নিয়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। ফেসবুকের অনেকেই এই পোস্টের পক্ষে অবস্থান নিয়ে বিরূপ মন্তব্য করেছেন। এক ভোক্তা রাজধানীর গুলশান-২ নম্বরের সুলতান’স ডাইনের শাখা থেকে কাচ্চি বিরিয়ানি কেনেন। এর পরই তিনি এই অভিযোগ করেছেন।

তবে এই অভিযোগ অস্বীকার করে এসব ব্যাপারে বক্তব্য দিয়েছে সুলতান’স ডাইন কর্তৃপক্ষ। Sultan’s Dine-এর গুলশান-২ শাখার মার্কেটিং কমিউনিকেশন অফিসার ববি রানি দাস গণমাধ্যমকে জানান, ওই ভোক্তার অভিযোগ ভিত্তিহীন। সুলতান’স ডাইন বড় একটি ব্র্যান্ড। এক ক্রেতা বিড়ালের মাংসের বিরিয়ানির যে অভিযোগ করেছেন, তা কোনোভাবেই সম্ভব নয়।

ওই ভোক্তার অভিযোগ সম্পর্কে তিনি আরো বলেন, ‘‘ওই ক্রেতার পরিচয় আমরা জানি না। উনি খাবার নেওয়ার ঘণ্টা দুয়েক পর আমাদের কাছে অভিযোগ করে বলেন, ‘এগুলো কিসের মাংস দিয়েছেন, বিড়ালের মাংসের বিরিয়ানি।’ আমরা বলেছি, এটা কোনোভাবেই সম্ভব নয়।’’

৮ মার্চ ২০২৩ বিকালের পর থেকেই সুলতান’স ডাইনের খাবার নিয়ে ফেসবুকে তোলপাড় শুরু হয়। একজন ভোক্তার বরাত দিয়ে কয়েকটি বেশকিছু ফেসবুক পেজ ও আইডিতে এই তথ্য ছড়িয়ে দেওয়া হয়। সেখানে কাচ্চির মাংসের হাড় চিকন দেখে সেটা নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়। ভোক্তা ৯৯৯ নম্বরে জাতীয় জরুরি সেবা কেন্দ্রে কল দিয়েও বিষয়টি জানিয়েছে বলেও সেসব পোস্টে উল্লেখ করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

5/5 - (2 votes)