সেনাবাহিনীতে ২৭তম ডিএসএসসি (স্পেশাল) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১


এডু ডেইলি ২৪ মার্চ ১২, ২০২১, ১১:৩৪ পূর্বাহ্ন / আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৪, ১:৩২ অপরাহ্ন
সেনাবাহিনীতে ২৭তম ডিএসএসসি (স্পেশাল) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

বাংলাদেশ সেনাবাহিনীতে ২৭তম ডিএসএসসি (স্পেশাল) নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি ১২ মার্চ ২০২১ তারিখে বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় প্রকাশিত হয়েছে। প্রার্থীদেরকে আর্মি মেডিকেল কোরে (এএমসি) নিয়োগ দেয়া হবে।

বাছাই পরীক্ষার মাধ্যমে নির্বাচিত প্রার্থীদের ট্রেইনি অফিসার হিসেবে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে (বিএমএ) ১০ সপ্তাহ প্রশিক্ষণ দেয়া হবে। এরপর মেজর পদে কমিশন দেয়া হবে।

বয়স: সর্বোচ্চ ৪০ বছর (১৭ মে ২০২১ তারিখে)
উচ্চতা: পুরুষ-৫ ফুট ৪ ইঞ্চি ও মহিলা-৫ ফুট,
বৈবাহিক অবস্থা: বিবাহিত/অবিবাহিত,

শিক্ষাগত যোগ্যতা:
এফসিপিএস / এফআরসিএস / এমএস / এমডি অথবা সমমান যা বাংলাদেশ মেডিকেল অ্যান্ড
ডেন্টাল কাউন্সিল কর্তৃক স্বীকৃত।

আবেদনের প্রক্রিয়া: প্রার্থীকে অনলাইনে www.joinbangladesharmy.army.mil.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের সময়সীমা: ১০ এপ্রিল ২০২১ তারিখ পর্যন্ত।

Bangladesh Army 27th DSSC (Special) AMC Job Circular 2021 :

সেনাবাহিনীতে ২৭তম ডিএসএসসি (স্পেশাল) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ - Bangladesh Army 27th DSSC (Special) AMC Job Circular 2021
সেনাবাহিনীতে ২৭তম ডিএসএসসি (স্পেশাল) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
Rate this post

Leave a Reply

BD Results App