একদিনে সব স্কুলে লটারিতে ভর্তি


এডু ডেইলি ২৪ প্রকাশ: ডিসেম্বর ১০, ২০২০, ৪:২৪ পূর্বাহ্ন / আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৪, ১:৩৭ অপরাহ্ন /
একদিনে সব স্কুলে লটারিতে ভর্তি

করোনার কারণে নতুন বছর অর্থাৎ ২০২১ শিক্ষাবর্ষে একদিনে দেশের সব স্কুলে লটারিতে ভর্তি করা হবে বলে। ১৫ ডিসেম্বর ২০২০ তারিখ থেকে ঢাকা মহানগরীর সরকারি মাধ্যমিক স্কুলগুলোতে ভর্তির জন্য আবেদনপত্র বিতরণের প্রস্তুতি নিচ্ছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

ভর্তির জন্য শিক্ষার্থী বাছাই করতে ৩০ ডিসেম্বর ২০২০ লটারির তারিখ নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে। এই লটারি হবে অনলাইনে সফটওয়্যারের মাধ্যমে।

খুব শিগগির ভর্তির আবেদনপত্র বিতরণ শুরু করা হবে বলে জানা গেছে। ঢাকায় ৩৯টি সরকারি মাধ্যমিক স্কুল ও ৩টি শাখা রয়েছে। ঢাকার এই স্কুলগুলোতে ১ম থেকে ৯ম শ্রেণি পর্যন্ত আসন আছে ১১,৫০০-এর মতো। এর সঙ্গে জাতীয়করণ হওয়া আরো ২টি স্কুলও যুক্ত হচ্ছে। এগুলোতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীন কেন্দ্রীয় ব্যবস্থাপনায় ভর্তির কাজ সম্পন্ন হয়।

সব সিদ্ধান্ত চূড়ান্ত হলে বেসরকারি বিদ্যালয়গুলোও কীভাবে কোন ব্যবস্থায় আবেদনপত্র বিতরণ ও লটারিতে ভর্তি প্রক্রিয়ার কাজ করবে, সে ব্যাপারেও বিস্তারিত জানিয়ে দেওয়া হবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন মাউশি’র কর্মকর্তা।

Rate this post