স্কুল অ্যাসাইনমেন্ট ও মূল্যায়ন ২০ মার্চ থেকে

স্কুলের অ্যাসাইনমেন্ট ও মূল্যায়ন ২০ মার্চ ২০২১ থেকে শুরু হবে। প্রতিটি স্কুলের ষষ্ঠ থেকে নবম শ্রেণির পুনর্বিন্যাস করা পাঠ্যসূচির আলোকে অ্যাসাইনমেন্ট ও মূল্যায়ন কার্যক্রম শুরুর নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর। ১০ মার্চ (বুধবার) এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মহামারির কারণে গত বছর ১৭ মার্চ থেকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে ২০২১ শিক্ষাবর্ষে নির্ধারিত পাঠ্যসূচির কার্যক্রম শুরু করা হয়ে ওঠেনি। এ কারণে শিক্ষাক্রম ও পাঠ্যসূচিকে পুনর্বিন্যাস করে শিক্ষার্থীদের শিখন প্রক্রিয়া অব্যাহত রাখতে গত বছরের ন্যায় ২০২১ শিক্ষাবর্ষে ধারাবাহিকভাবে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের মাধ্যমে মূল্যায়নের ব্যবস্থা করা হয়েছে।

এই মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের অর্জিত শিখন ফল সবলতা বা দুর্বলতা চিহ্নিত করে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত সময়ে কাজের মাধ্যমে তাদের অর্জিত শিখন ফল মূল্যায়ন করা হবে। পুনর্বিন্যাস করা পাঠ্যসূচির ভিত্তিতে কোন সপ্তাহে শিক্ষার্থীর কী মূল্যায়ন করা হবে সে বিবেচনায় অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ প্রণয়ন করা হয়েছে। প্রতি সপ্তাহ শুরুর দুইদিন আগে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজগুলো দেওয়া হবে। সপ্তাহ শেষে শিক্ষার্থীরা তাদের অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ শেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানে জমা দিয়ে (সরাসরি বা অনলাইনে) নতুন অ্যাসাইনমেন্ট গ্রহণ করবে।

জেলা-উপজেলা শিক্ষা কর্মকর্তাদের জন্য নির্দেশনা :
১) প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে কার্যক্রম পরিচালনা করছে কিনা তা নিশ্চিত করতে হবে;

২) এ মূল্যায়ন ২০ মার্চ থেকে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে কার্যকর করতে হবে।

৩) অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের মাধ্যমে শিক্ষার্থী মূল্যায়নের যথার্থতা ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করতে হবে;

৪) মূল্যায়ন শেষে শিক্ষার্থীদের দুর্বল দিক চিহ্নিত করে শিক্ষকরা সুনির্দিষ্ট মন্তব্য করছেন কিনা তা পরীবিক্ষণ করতে হবে;

৫) প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণি ও বিষয়ভিত্তিক মূল্যায়ন রেকর্ড সংরক্ষণ নিশ্চিত করতে হবে;

৬) এ কার্যক্রমে শিক্ষার্থী যেন কোনও অনৈতিক চাপের মুখোমুখি না হয় তা লক্ষ্য রাখতে হবে;

৭) এ সংক্রান্ত কোনও স্পষ্টীকরণ প্রয়োজন হলে তা সহায়তা করতে হবে;

৮) ২০ মার্চ থেকে পর্যায়ক্রমে সপ্তাহভিত্তিক মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর নির্ধারিত অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ ছাড়া শিক্ষার্থীদের আর কোনও ধরনের পরীক্ষা বা বাড়ির কাজ দেওয়া না হয় তা নিশ্চিত করতে হবে;

১০) মূল্যায়ন বিষয়ক এ নির্দেশনা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক অভিভাবক ও শিক্ষার্থীদের নিকট পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করতে হবে।

স্কুল প্রধানের জন্য নির্দেশনা :

১) সবার আগে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের স্বাস্থ্যবিধি অনুসরণ ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে হবে;

২) শিক্ষার্থী মূল্যায়ন কার্যক্রম সকল বিষয়ভিত্তিক শিক্ষকসহ অন্যান্য শিক্ষক ও কর্মচারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে;

৩) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর, আঞ্চলিক, জেলা ও উপজেলা পর্যায়ে শিক্ষা কর্মকর্তারা ওই মূল্যায়ন কার্যক্রমের কার্যকারিতা ও ফলপ্রসূতা যাচাইয়ে শিক্ষার্থীর অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ মূল্যায়ন প্রক্রিয়া পরীবিক্ষণ করবেন। সে জন্য এগুলো সংরক্ষণ করবেন।

৪) কোনও শিক্ষার্থী যেন অনৈতিক কোনও চাপের মুখোমুখি না হয় তা নিশ্চিত করতে হবে। এ বিষয়ে প্রয়োজনে কোনও স্থানীয় শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে;

৫) ২০ মার্চ থেকে পর্যায়ক্রমে সপ্তাহভিত্তিক অ্যাসাইনমেন্ট প্রদান বা জমা নেওয়া শুরু করতে হবে;

৬) অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের ক্ষেত্রে সরবরাহ করা গ্রিড (মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে প্রকাশিত) অনুসরণ করতে হবে;

৭) সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য প্রয়োজনে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ জমা রাখার বক্স এর ব্যবস্থা করা যেতে পারে;

৮) সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য নির্ধারিত দিনে ও সময়ে শ্রেণিভিত্তিক অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ জমা ও পরবর্তী কাজ বিতরণ করতে হবে;

৯) নোট, গাইড, অনলাইন বা অন্য কারো লেখা থেকে নকল করে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ জমা দিলে তা তাতিল করে পুরায় সেই অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ জমা দেওয়ার নির্দেশ দিতে হবে।

১১) এই নির্দেশনা শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের নিকট পৌঁছানো নিশ্চিত করতে হবে।

>> শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য নির্দেশনাসহ পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে এই লিংকে : http://dshe.gov.bd/sites/default/files/files/dshe.portal.gov.bd/notices/13b745b3_6db2_4870_b450_6a822793fc8c/6-9.pdf