স্কুল-কলেজ খুলতে পারে মার্চে
করোনার কারণে দীর্ঘ দিন বন্ধ থাকার পর স্কুল-কলেজ খুলতে পারে মার্চে (২০২১)। গত বছরের মতো নতুন শিক্ষাবর্ষেও শিক্ষাপঞ্জি ওলটপালট হয়ে গেছে । দেশের কিছু স্কুলে নতুন শিক্ষাবর্ষের অনলাইন ক্লাস নেয়া শুরু হয়েছে। এদিকে মার্চ থেকে স্কুল-কলেজ খুলে দেয়ার পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়। বিভিন্ন সূত্রে এ তথ্য জানা গেছে।।
এর জন্য মার্চ থেকে নতুন শিক্ষাবর্ষের সিলেবাস ম্যাপিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডকে (এনসিটিবি)।
জানা গেছে, মার্চ থেকে ধাপে ধাপে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হতে পারে। মাধ্যমিক স্তরে একসঙ্গে সব শ্রেণির পাঠদান শুরু না করে প্রথমেই ২০২১ শিক্ষাবর্ষের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের সরাসরি শ্রেণি পাঠদান কার্যক্রম শুরু করা হবে। এর পরই শুরু হবে পঞ্চম ও অষ্টম শ্রেণির পাঠদান। তারপর একটি-দুটি করে অন্যান্য শ্রেণির পাঠদানও শুরু করা হবে। রাজধানীর বড় ও খ্যাতনামা যেসব স্কুলের এক শ্রেণিতে ৪০ জনেরও বেশি শিক্ষার্থী, সেসব ক্লাসের ক্ষেত্রে ২ ভাগে ভাগ করে এক দিন পন পর ক্লাস নেয়ার কথা চিন্তা করা হচ্ছে।
উল্লেখ্য, করোনার কারণে গত বছরের (২০২০) ১৭ মার্চ থেকে সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে। ধাপে ধাপে এই বন্ধের মেয়াদ বাড়ছে।