হলি ক্রস স্কুল ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশিত হয়েছে। ২০২৩ শিক্ষাবর্ষে হলি ক্রস গার্লস হাই স্কুলে ১ম শ্রেণি, ৬ষ্ঠ শ্রেণি ও ৯ম শ্রেণিতে শিক্ষার্থী (ছাত্রী) ভর্তি করা হবে। আবেদন ফরম সংগ্রহ করতে হবে স্কুল থেকে ৫, ৬, ৭, ৮, ৯ ও ১০ নভেম্বর ২০২২ তারিখ সকাল ৮টা থেকে বেলা ১২টার মধ্যে।
Table of Contents
হলি ক্রস স্কুল ভর্তি ২০২৩
স্কুল : | হলি ক্রস গার্লস হাই স্কুল (Holy cross girls high school) |
শিক্ষাবর্ষ : | ২০২৩ শিক্ষাবর্ষ |
শ্রেণি : | ১ম শ্রেণি, ৬ষ্ঠ শ্রেণি ও ৯ম শ্রেণি |
আবেদন ফরম সংগ্রহের তারিখ : | ৫, ৬, ৭, ৮, ৯ ও ১০ নভেম্বর ২০২২ তারিখ সকাল ৮টা থেকে বেলা ১২টার মধ্যে |
ভর্তি পদ্ধতি / বাছাই পদ্ধতি : | লটারি |
আবেদন ফরম ফি : | ২০০ টাকা |
আবেদন ফরম জমা : | ফরম নম্বর অনুসারে পর্যায়ক্রমে ২৫-২৭ নভেম্বর ২০২২ |
ওয়েবসাইট : | https://holycrossgirlshighschool.com |
হলি ক্রস স্কুলে ভর্তির বয়স
- ১ম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে জন্ম তারিখ হতে হবে ১ জুলাই ২০১৬ থেকে ৩০ জুন ২০১৭ তারিখের মধ্যে।
- ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে বয়স ১ জানুয়ারি ২০২৩ তারিখে ১০ থেকে ১১ বছরের মধ্যে হতে হবে।
- ৯ম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে বয়স ১ জানুয়ারি ২০২৩ তারিখে ১৩ থেকে ১৪ বছরের মধ্যে হতে হবে।
হলি ক্রস স্কুলে ১ম শ্রেণিতে ভর্তির বিজ্ঞপ্তি ২০২৩

হলি ক্রস স্কুলে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তির বিজ্ঞপ্তি ২০২৩

হলি ক্রস স্কুলে ৯ম শ্রেণিতে ভর্তির বিজ্ঞপ্তি ২০২৩

হলি ক্রস গার্লস স্কুল ভর্তি ফরম Download
Holy cross girls school admission form Download করা যাবে না অনলাইন থেকে। ৫, ৬, ৭, ৮, ৯ ও ১০ নভেম্বর ২০২২ তারিখ সকাল ৮টা থেকে বেলা ১২টার মধ্যে স্কুলে উপস্থিত হয়ে ২০০ টাকা ফি দিয়ে ভর্তি ফরম সংগ্রহ করতে হবে। এরপর ফরম পূরণ করে নির্ধারিত তারিখের (বিজ্ঞপ্তিতে উল্লিখিত) মধ্যে জমা দিতে হবে।