হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী ২৫০ কোটি
হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী সংখ্যা এখন ২৫০ কোটি। ফেসবুকের মালিকানাধীন জনপ্রিয় এই ম্যাসেজিং অ্যাপের প্রধান নির্বাহী কর্মকর্তা উইল ক্যাথকার্ট ২০০ কোটি ব্যবহারকারীর মাইলফলক ছোঁয়ার এ তথ্য ওয়াল স্ট্রিট জার্নালকে জানান। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য হোয়াটসঅ্যাপ একটি পোস্টে প্রকাশ করেছে।
পোস্টে উল্লেখ করা হয়, মাসিক ব্যবহারকারীর সংখ্যার দিক থেকে ফেসবুকের চেয়ে হোয়াটসঅ্যাপ মাত্র ৫০ কোটি পিছিয়ে। উইল ক্যাথকার্ট বলেছেন, ফেসবুকের ওপর ভিত্তি করেই হোয়াটসঅ্যাপ তাদের কার্যক্রম চালাবে। আদতে ২০১৪ সালে হোয়াটসঅ্যাপকে কেনার (১ হাজার ৯০০ কোটি মার্কিন ডলারে) সময় যে প্রতিশ্রুতির কথা উল্লেখ ছিল, এটি তারই প্রতিফলন।
উল্লেখ্য, জ্যান কউম ও ব্রায়ান অ্যাক্টন ২০০৯ সালে হোয়াটসঅ্যাপ প্রতিষ্ঠা করেন। এরপর ২০১৪ সালে ফেসবুক এটি কিনে নেয়। ‘হোয়াটসঅ্যাপ থেকে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ফেসবুকে নেওয়া হচ্ছে’ অভিযোগ তুলে ২০১৮ সালে জ্যান কউম হোয়াটসঅ্যাপ ছাড়েন।