১৭ তম শিক্ষক নিবন্ধন সাজেশন ২০২২ প্রিলি [স্কুল, স্কুল-২ ও কলেজ পর্যায়]
১৭ তম শিক্ষক নিবন্ধন সাজেশন ২০২২ প্রিলি [স্কুল, স্কুল-২ ও কলেজ পর্যায়] এখানে তুলে ধরা হলো। ১৭ তম শিক্ষক নিবন্ধনের preliminary (mcq) পরীক্ষা ৩০ ডিসেম্বর ২০২২ (স্কুল-২, স্কুল) ও ৩১ ডিসেম্বর ২০২২ (কলেজ) তারিখে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ পরীক্ষায় পরীক্ষার্থী সংখ্যা মোট ১২ লাখ। এখানে NTRCA কর্তৃক প্রণীত ১৭ তম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস ২০২২ (স্কুল, স্কুল-২ ও কলেজ পর্যায়) তুলে ধরা হলো।
১৭ তম শিক্ষক নিবন্ধন ২০২২
কর্তৃপক্ষ : | বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) |
পদ : | স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষক |
মোট প্রার্থী সংখ্যা : | প্রায় ১২ লাখ |
পরীক্ষার তারিখ : | ৩০ ডিসেম্বর ২০২২ (স্কুল-২, স্কুল) ও ৩১ ডিসেম্বর ২০২২ (কলেজ) |
ওয়েবসাইট : | http://www.ntrca.gov.bd |
১৭ তম শিক্ষক নিবন্ধন সাজেশন ২০২২ প্রিলিমিনারি (সাধারণ জ্ঞান / GK)
১৭ তম শিক্ষক নিবন্ধন সাজেশন ২০২২ প্রিলিমিনারি (বিসিএস-এ আসা প্রশ্ন থেকে)
- ★ Trafalgar Square-এর অবস্থান — ইংল্যান্ডে। (৪৩তম, ১২তম)
- ★ ‘হারারে’র পূর্ব নাম কী?—সলসব্যারী। (৩১তম, ১১তম)
- ★ ‘লাইন অব কন্ট্রোল’ কোন দুটি রাষ্ট্রের সীমান্তবর্তী রেখা চিহ্নিত করে?—
- ভারত ও পাকিস্তান। (৩১তম, ২৪তম)
- ★ ‘বান্দুং’ শহরটি কোন দেশে অবস্থিত?
- ইন্দোনেশিয়া। (২৫তম, ২৩তম)
- ★ ইতিহাস বিখ্যাত ‘ট্রয়’ নগরী কোথায়?
- — তুরস্কে। (১৯তম, ১০ম)
- ★ জনসংখ্যার ভিত্তিতে বৃহত্তর মুসলিম রাষ্ট্র
- কোনটি?— ইন্দোনেশিয়া । (৩২তম, ১৯তম)
- ★ নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন
- কোন বছর প্রতিষ্ঠিত হয়?– ৪ এপ্রিল ১৯৪৯৷ (২১তম, ১৭তম, ১৬তম)
- ★ ইরান-ইরাক যুদ্ধবিরতির তদারকির
- কাজে নিয়োজিত জাতিসংঘের বাহিনী
- কোন নামে পরিচিত ছিল?-
- UNIIMOG |(৪৩তম, ১৪তম)
- ★জাতিসংঘ কোন বছর প্রতিষ্ঠিত হয়?
- — ১৯৪৫। (৩৬তম, ২১তম)
- ★ জাতিসংঘের সদর দপ্তর কোথায়
- অবস্থিত?— নিউইয়র্ক।/২৯তম, ১৯তম
- ★ জাতিসংঘের প্রথম মহাসচিব কে
- ছিলেন?— ট্রিগভেলি ।।২৬তম, ১০ম/
- ★ জাতিসংঘের টেকসই উন্নয়নের লক্ষ্য
- কয়টি?— ১৭টি।(৪৩তম, ৪০তম)
- ★ ইসলামী সম্মেলন সংস্থা (OIC)-র
- প্রধান কার্যালয় বা সচিবালয় কোথায়?
- জেদ্দা।(২২তম, ১০ম)
- ★ জোট নিরপেক্ষ দেশসমূহের প্রথম
- শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
- – বেলগ্রেড (২৫তম, ১৭তম)
- ★NAM-এর বর্তমান সদস্য সংখ্যা!
- কত?– ১২০।(৩৬তম, ২২তম)
- ★ইউরো মুদ্রা কখন চালু হয়? – ১
- জানুয়ারি ১৯৯৯। /২৬তম, ২০তম)
- ★আন্তর্জাতিক রেড ক্রস-এর সদর
- দপ্তর— জেনেভা। (৩৬তম, ৩২তম)
- ★ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল-এর প্রধান
- কার্যালয় কোথায়?— জার্মানি (বার্লিন)।(৪৩তম, ২৬তম)
- ★বিশ্ব মানবাধিকার দিবস- ১০ ডিসেম্বর।
- [৪৩তম, ৩০তম, ২৬তম, ১১তম
- ★কোন তারিখে আন্তর্জাতিক পরিবেশ দিবস
- পালিত হয়? – ৫ জুন।(৩০তম, ২৬তম)
- ★অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল-এর সদর
- দপ্তর কোথায় অবস্থিত? – লন্ডন। (৩৪তম, ২৪তম)
- ★World Development Report
- কোন সংস্থার বার্ষিক প্রকাশনা?—
- World Bank. (৪৩তম, ৩৭তম)
- ★কখন থেকে এশীয় উন্নয়ন ব্যাংকের
- লেনদেন শুরু হয়?- ১৯৬৬ সালে।
- (১৪তম, ১৩তম)
- ★সার্কের সদর দপ্তর কোথায়?— কাঠমান্ডু।
- (৩৮ তম, ২৯তম)
- ★সার্ক কোন সালে কোথায় প্রতিষ্ঠিত
- হয়?- ১৯৮৫ সালে; ঢাকায়।
- (৩৬তম, ২২তম, ২০তম)
- ★পানামা খাল কোন কোন মহাসাগরকে
- যুক্ত করেছে?— আটলান্টিক ও প্রশান্ত
- মহাসাগর। (২৫তম, ২৩তম)
- ★‘শাহনামা’-এর লেখক কে?– কবি
- ফেরদৌসী। (২৬তম, ১৮তম)
- ★’The Lady with the Lamp’.
- নামে পরিচিত— ফ্লোরেন্স নাইটিঙ্গেল। ( ৪৩তম, ৩৪তম)
- ★মিয়ানমারের নির্বাসিত সরকারের নাম
- — ন্যাশনাল ইউনিটি সরকার। (৪৩তম)
- ★কোন রাষ্ট্রটি বিরোধপূর্ণ দক্ষিণ চীন
- সাগরের জলসীমার দাবিদার নয়?—
- কম্বোডিয়া । [৪৩তম]
- ★জিবুতি দেশটি কোথায় অবস্থিত?—
- এডেন উপসাগরের পাশে।
- ★কোন চুক্তির মাধ্যমে ইউরোপের
- “Thirty years war”-এর সমাপ্তি
- ঘটে?— ওয়েস্টফেলিয়া শান্তিচুক্তি,
- ১৬৪৮। (৪২তম)
- ★মার্কিন-তালেবান ঐতিহাসিক চুক্তি
- স্বাক্ষরিত হয়— ২৯ ফেব্রুয়ারি
- ২০২০। (৪২তম)
- ★আধুনিক মেধাভিত্তিক সিভিল
- সার্ভিস-এর উন্মেষ ঘটে কোন দেশ?
- হতে?— চীন। (৪২তম)
- ★যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনে ডেমোক্রেটিক
- দলের মনোনয়নের জন্য ন্যূনতম
- কতজন ডেলিগেটের সমর্থন প্রয়োজন?
- – ১৯৯১ ।।৪১তম]
- ★ কোন মুসলিম দেশ সামরিক জোট
- ন্যাটোর সদস্য?— তুরস্ক। (৪১তম)
- ★‘দ্যা আইডিয়া অব জাস্টিস’ গ্রন্থের
- রচয়িতা কে?— অমর্ত্য সেন। (৪০তম)
- ★এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে
- পৃথক করেছে কোন প্রণালি?— বাবেল
- মান্দেব প্রণালি । (৪১তম)
- ★’TI’র প্রতিষ্ঠাতা – পিটার ইজেন
- ★নিচের কোন দেশটিতে রাশিয়ার
- সামরিক ঘাঁটির সুবিধা বিদ্যমান?
- ভিয়েতনাম। [৪১তম]
- ★ক্রমহ্রাসমান হারে ওজোনস্তর ক্ষয়কারী
- উপাদান বিলীনের বিষয়টি কোন
- চুক্তিতে বলা হয়েছে? – মন্ট্রিল প্রটোকল । [৩৮তম]
- ★সলোমন-দ্বীপপুঞ্জ কোন মহাসাগরে
- অবস্থিত?— প্রশান্ত মহাসাগর।
- ★জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা
- (UNEP) ও জলবায়ু বিষয়ক সংস্থা
- (WMO)এর মিলিত উদ্যোগে প্রতিষ্ঠা
- লাভ করে- IPCC। (৩৭তম)
- ★ ‘Law of the Sea Convention
- অনুযায়ী, উপকূল থেকে কত দূরত্ব
- পর্যন্ত Exclusive Economic Zone
- হিসেবে গণ্য? — ২০০ নটিক্যাল
- মাইল। (৩৭তম)
- ★ প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন বেলফোর
- ঘোষণা ১৯১৭-এর মূল প্রতিপাদ্য
- ছিল— ইহুদিদের জন্য একটি জাতিরাষ্ট্র গঠন। (৩৫তম)
- ★‘গ্লাসনস্ত নীতি’ কোন দেশে চালু
- হয়েছিল?— সাবেক সোভিয়েত
- ইউনিয়ন। (৩৫তম)
- ★‘উইঘুর’ হলো— চীনের একটি
- সম্প্রদায়ের নাম।।৩৫তম)
- ★‘মংডু’ কোন দুটি দেশের সীমান্ত এলাকা?
- — বাংলাদেশ-মিয়ানমার। (৩৫তম)
- ★১৯৮৯ থেকে ওজনস্তর বিষয়ক মন্ট্রিল
- প্রটোকল কতবার সংশোধন করা হয়? – ৪ ।(৩৫তম)
- ★আয়তনে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ?
- ভ্যাটিকান। (৩৪তম)
- ★শ্রীলংকার মুদ্রার নাম কি?— রুপি। (৩৩তম)
- ★স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সর্বপ্রথম
- কোন দেশ স্বীকৃতি দান করে?
- আলজেরিয়া। (৩১তম)
- ★আলফ্রেড নোবেল কি আবিষ্কার করেন?
- – ডিনামাইট। (৩০তম)
- ★সামরিক ভাষায় ‘WMD’ অর্থ কী?
- – Weapons of Mass Destruction
- (৪১তম)
- ★‘গ্রিনপিস’ যাত্রা শুরু করে – ১৯৭১
- সালে। (৩৭তম)
- ★ বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোথায়
- গড়ে উঠেছিল?— মেসোপটেমিয়ায়।
- (২৪তম)
- ★ফলকেটিং (Folketing) কোন দেশের
- আইন সভা?— ডেনমার্ক। (৩৯তম)
অন্যান্য বিষয়ের সাজেশন শিগগিরই প্রকাশ করা হবে।
…..
১৭ তম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস ২০২২ (স্কুল ও স্কুল-২ পর্যায়)
- স্কুল কোড ৩০০, পূর্ণমান ১০০, সময় ১ ঘণ্টা
- স্কুল-২ কোড ২০০, পূর্ণমান ১০০, সময় ১ ঘণ্টা
(নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, মাদরাসার সহকারী শিক্ষক ও সহকারী মৌলবি; এবতেদায়ি মাদরাসার এবতেদায়ি প্রধান, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, কলেজ এবং মাদরাসার প্রদর্শক ও শরীরচর্চা শিক্ষক; কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক, সাধারণ বিষয় (ভাষা) পদে নিবন্ধনে ইচ্ছুক সকল প্রার্থীর জন্য)
ক. বাংলা (Bengali) – ২৫
১. ভাষারীতি ও বিরাম চিহ্নের ব্যবহার, ২. বাগধারা ও বাগবিধি, ৩. ভুল সংশোধন বা শুদ্ধকরণ, ৪. যথার্থ অনুবাদ, ৫. সন্ধি বিচ্ছেদ, ৬. কারক বিভক্তি, ৭.
সমাস ও প্রত্যয়, ৮. সমার্থক ও বিপরীতার্থক শব্দ, ৯. বাক্য সংকোচন, ১০. লিঙ্গ পরিবর্তন।
খ. ইংরেজি (English) – ২৫
Completing sentences, 2. Translation from Bengali to English, 3. Change of parts of speech, 4. Right forms of the verb, 5. Fill in the blanks with the appropriate words, 6. Transformation of sentences, 7. Synonyms
and Antonyms, 8. Idioms and phrases.
গ. গণিত (Mathematics) – ২৫
- • পাটিগণিত: গড়, ল.সা.গু, গ.সা.গু, ঐকিক নিয়ম, শতকরা, সুদকষা, লাভ-ক্ষতি অনুপাত-সমানুপাত।
- • বীজগণিত: উৎপাদক, বর্গ ও ঘনসম্বলিত সূত্রাবলী ও প্রয়োগ, গসাগু, বাস্তব সমস্যা সমাধানে বীজগাণিতিক সূত্র গঠন ও প্রয়োগ, সূচক ও লগারিদমের সূত্র ও প্রয়োগ।
- • জ্যামিতি: রেখা, কোণ, ত্রিভুজ, চতুর্ভুজ, ক্ষেত্রফল ও বৃত্ত সম্পর্কিত সাধারণ ধারনা, নিয়ম ও প্রয়োগ।
ঘ. সাধারণ জ্ঞান – ২৫
- • বাংলাদেশ সম্পর্কিত বিষয়
- • আন্তর্জাতিক বিষয় ও চলতি
- ঘটনাবলী
- • বিজ্ঞান, প্রযুক্তি, পরিবেশ এবং রোগব্যাধি সম্পর্কিত মৌলিক জ্ঞান।
বিস্তারিত বিষয়াবলী : বাংলাদেশের ভূপ্রকৃতি, জলবায়ু, পরিবেশ, ইতিহাস, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, সভ্যতা, সংস্কৃতি, বাংলাদেশের অর্থনীতি, সম্পদ (বন,কৃষি, শিল্প, পানি), যোগাযোগ ব্যবস্থা, বাংলাদেশের সমাজজীবন, সমস্যা, জনমিতিক পরিচয়, রাষ্ট্র, নাগরিকতা, সরকার ও রাজনীতি, সরকারি ও বেসরকারি লক্ষ্য, নীতি, পরিকল্পনা (অর্থনৈতিক, সামাজিক, স্বাস্থ্য ও শিক্ষা), কর্মসূচি, আন্তর্জাতিক সম্পর্ক, মানব সম্পদ উন্নয়ন, বিশ্ব ভৌগলিক পরিচিতি, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ, নবায়ন যোগ্য শক্তি, জাতিসংঘ, আঞ্চলিক ও অর্থনৈতিক সংগঠন, পুরস্কার ও সম্মাননা, আন্তর্জাতিক মূদ্রা সংক্রান্ত, আন্তর্জাতিক রাজনীতি ও আনুষঙ্গিক বিষয়াবলী, স্বাস্থ্য, চিকিৎসা, তথ্য, যোগযোগ ও প্রযুক্তি, প্রাত্যহিক জীবনে বিজ্ঞান (পদার্থ, রসায়ন ও জীব বিজ্ঞান সংশ্লিষ্ট) সাধারণ রোগ ব্যাধি ও পরিবেশ বিজ্ঞান সংশ্লিষ্ট।
১৭ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সিলেবাস ২০২২ প্রিলিমিনারী (কলেজ পর্যায়)
(উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদরাসা, ব্যবসায় ব্যবস্থাপনা ইনস্টিটিউট ও কৃষি ডিপ্লোমা/ইনস্টিটিউট প্রতিষ্ঠানের প্রভাষক / ইন্ট্রাক্টর (টেক) পদে নিবন্ধনে ইচ্ছুক সকল প্রার্থীদের জন্য)
- বিষয় কোড: ৪০০, পূর্ণমান-১০০, সময়: ১ ঘণ্টা
ক. বাংলা (Bengali) – ২৫
ভাষারীতি ও বিরাম চিহ্নের ব্যবহার, বাগধারা ও বাগবিধি, ভুল সংশােধন বা শুদ্ধকরণ, যথার্থ অনুবাদ ও শিরােনাম, সন্ধি বিচ্ছেদ, কারক বিভক্তি, সমাস, প্রত্যয় বিন্যাস, সমার্থক ও বিপরীতার্থক শব্দ, প্রায়ােগিক প্রয়ােজনীয়তা (বিরাম চিহ্ন, বাগধারা, সন্ধি, কারক, সমাস, কারক বিভক্তি, প্রত্যয়) প্রভৃতি।
খ. ইংরেজি (English) – ২৫
Errors in composition, Fill in the blanks with appropriate prepositions, Use of article, verbs, Identify appropriate translation from Bengali to English, Identify appropriate title from story, article, Transformation of sentences, synonyms, and Antonyms, completing sentences, Idioms and phrases.
গ. সাধারণ গণিত (General Mathematics) – ২৫
- • পাটিগণিতঃ সূত্র ও নিয়মাবলী (পাটিগণিত সম্বন্ধীয়) গড়, ঐকিক নিয়ম, লসাগু, গসাগু, শতকরা, সুদকষা, লাভ-ক্ষতি।
- • বীজগণিত: উৎপাদক, বর্গ ও ঘনসম্বলিত সূত্রাবলী ও প্রয়ােগ, গসাগু, বাস্তব সমস্যা সমাধানে বীজগাণিতিক সূত্র গঠন ও প্রয়ােগ, সূচক ও লগারিদমের সূত্র ও প্রয়ােগ, অনুপাত ও সমানুপাত।
- • জ্যামিতি: পরিমিতি ও ত্রিকোনমিতি সম্পর্কিত সাধারণ ধারনা, নিয়ম ও প্রয়ােগ।
ঘ. সাধারণ জ্ঞান – ২৫
- • বাংলাদেশ সম্পর্কিত বিষয়
- • আন্তর্জাতিক বিষয় ও চলতি ঘটনাবলী
- • বিজ্ঞান, প্রযুক্তি, পরিবেশ এবং রােগব্যাধি সম্পর্কিত মৌলিক জ্ঞান।
বিস্তারিত বিষয়াবলীঃ বাংলাদেশের ভূপ্রকৃতি, জলবায়ু, পরিবেশ, ইতিহাস, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, সভ্যতা, সংস্কৃতি, বাংলাদেশের অর্থনীতি, সম্পদ (বন, কৃষি, শিল্প, পানি), যােগাযােগ ব্যবস্থা, বাংলাদেশের সমাজ জীবন, সমস্যা, জনমিতিক পরিচয়, রাষ্ট্র, নাগরিকতা, সরকার ও রাজনীতি, সরকারি ও বেসরকারি লক্ষ্য, নীতি, পরিকল্পনা (অর্থনৈতিক, সামাজিক, স্বাস্থ্য ও শিক্ষা), কর্মসূচি, আন্তর্জাতিক সম্পর্ক, মানব সম্পদ উন্নয়ন, বিশ্ব ভৌগলিক পরিচিতি, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ, নবায়ন যােগ্য শক্তি, জাতিসংঘ, আঞ্চলিক ও অর্থনৈতিক সংগঠন, পুরস্কার ও সম্মাননা, আন্তর্জাতিক মুদ্রা সংক্রান্ত,.আন্তর্জাতিক রাজনীতি ও আনুষঙ্গিক বিষয়াবলী, স্বাস্থ্য, চিকিৎসা, তথ্য, যােগযােগ ও প্রযুক্তি, প্রাত্যহিক জীবনে বিজ্ঞান (পদার্থ, রসায়ন ও জীব বিজ্ঞান সংশ্লিষ্ট) সাধারণ রােগ ব্যাধি ও পরিবেশ বিজ্ঞান সংশ্লিষ্ট ।
17th NTRCA syllabus 2022 pdf (School, School-2 & College)
- School : http://ntrca.gov.bd/sites/default/files/files/ntrca.portal.gov.bd/page/3aabe3d0_7b10_478d_9151_006360f9f9b8/2021-12-14-06-56-31be385eabbfd05474ffaa9518aa4396.pdf
- School-2 : http://ntrca.gov.bd/sites/default/files/files/ntrca.portal.gov.bd/page/bbd76db5_5227_4531_9f93_3552fb0f9774/2021-12-14-06-57-fc09c65f823fb54a610f9cda887e0965.pdf
- College : http://ntrca.gov.bd/sites/default/files/files/ntrca.portal.gov.bd/page/e612b2b9_9d0f_4c66_8d42_c7fd3288252d/2021-12-14-06-58-bdfc11881a9fd383ade9763a1da90105.pdf