২০২৩ সালের এসএসসি পরীক্ষা এপ্রিলে আর এইচএসসি জুনে


এডু ডেইলি ২৪ প্রকাশ: অক্টোবর ১৮, ২০২২, ৩:২৯ অপরাহ্ন / আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৪, ১:০৪ অপরাহ্ন /
২০২৩ সালের এসএসসি পরীক্ষা এপ্রিলে আর এইচএসসি জুনে

২০২৩ সালের এসএসসি পরীক্ষা এপ্রিলে আর এইচএসসি জুনে অনুষ্ঠিত হবে। ১৭ অক্টোবর ২০২২ তারিখে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি জানিয়েছে, আগামী বছরের (২০২৩) এসএসসি ও এইচএসসি পরীক্ষা হতে পারে স্বাভাবিক সময়ের চেয়ে দুই মাস পরে। অর্থাৎ এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারির পরিবর্তে হবে এপ্রিলে আর এইচএসসি পরীক্ষা এপ্রিলের বদলে হবে জুনে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি তপন কুমার সরকার জানান বলেন, ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা কিছুটা পিছিয়ে নেওয়া হবে। নির্ধারিত সময়ের চাইতে দুই মাস করে পিছিয়ে এ পরীক্ষা আয়োজন করা হতে পারে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে সভা হওয়ার কথা রয়েছে। সেখানে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় সাব-কমিটি সূত্রে জানা গেছে, ২০২৩ সালের এসএসসি-সমমান পরীক্ষা আগামী ঈদুল ফিতরের পর অর্থাৎ এপ্রিলের শেষের দিকে আয়োজন করা হতে পারে। সেই লক্ষ্যমাত্রা নিয়ে পরীক্ষার প্রস্তুতি শুরু করা হয়েছে। এর দুই মাস পর অর্থাৎ জুনের শেষের দিকে এইচএসসি-সমমান পরীক্ষা আয়োজন করা হবে। এ বিষয়ে মন্ত্রণালয়ের সভা হওয়ার কথা রয়েছে। সেখানে পরীক্ষা আয়োজনের সময় চূড়ান্ত করা হবে।

Rate this post