৪২তম বিসিএস (বিশেষ) ভাইভা শুরু ৬ জুন থেকে
৪২তম বিসিএস (বিশেষ) ভাইভা ৬ জুন থেকে শুরু হবে। ৩১মে (সোমবার) বাংলাদেশ কর্ম কমিশনের (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য ক্যাডারে ২০০০ জন সহকারী সার্জন নিয়োগের লক্ষ্যে ১০০ নম্বরের এই মৌখিক পরীক্ষা (ভাইভা) অনুষ্ঠিত হবে। ইতোপূর্বে অনুষ্ঠিত প্রিলিমিনারি (২০০ নম্বরের) পরীক্ষায় উত্তীর্ণ ৬ হাজার ২২ জন প্রার্থী এই ভাইভায় অংশ নিতে পারবেন।
উল্লেখ্য, ৪২তম (বিশেষ) বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয় ২৯ মার্চ। আর এই বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল ২০২০ সালের ৩০ নভেম্বর। এর আগে, ২৩ মে থেকে এই ভাইভা শুরু হওয়ার কথা থাকলেও করোনাকালীন বিধি-নিষেধের কারণে পেছানে হয়েছিল।