শিক্ষা বার্তা

৪২-৪৩তম বিসিএস বিজ্ঞপ্তি প্রকাশ

৪২-৪৩তম বিসিএস বিজ্ঞপ্তি আজ (৩০ নভেম্বর ২০২০) প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এর মধ্যে ৪২তম বিসিএস বিশেষ ও ৪৩তম বিসিএস সাধারণ।

৪২তম বিশেষ বিসিএসের মাধ্যমে ২,০০০ চিকিৎসক নেওয়া হবে। আর ৪৩তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১,৮১৪ জন কর্মকর্তা নেওয়া হবে।

সরকারি কর্ম কমিশন সূত্র জানায়, ৪২ ও ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি ৩০ নভেম্বর ২০২০ সন্ধ্যায় প্রকাশ করা হবে। পিএসসির ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) এ বিজ্ঞপ্তি পাওয়া যাবে।

সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় মোট ১,৮১৪ পদের চাহিদা পাঠিয়েছে। এতে শিক্ষায় নেওয়া হবে সবচেয়ে বেশি। এখানে পদসংখ্যা ৮৪৩টি। এ ছাড়া প্রশাসনে ৩০০, পুলিশে ১০০, পররাষ্ট্রে ২৫, অডিটে ৩৫, ট্যাক্সে ১৯, কাস্টমসে ১৪, সমবায়ে ২০, ডেন্টাল সার্জন ৭৫ জন এবং অন্যান্য ক্যাডারে ৩৮৩ জনকে নিয়োগ দেওয়া হবে।

৪২তম বিশেষ বিসিএসে ২,০০০ চিকিৎসকের নিয়োগের প্রক্রিয়া চূড়ান্ত করেছে পিএসসি।

বিশেষ বিসিএসে নিয়োগ দিতে হলে বিধিমালা সংশোধন করতে হয়। পিএসসি সেই প্রক্রিয়া শেষ করেছে।

৪১তম বিসিএসে প্রিলিমিনারি পরীক্ষার অপেক্ষায় আছেন সাড়ে চার লাখের বেশি প্রার্থী। ২০১৯ সালের ২৭ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।

৪১তম বিসিএসের মাধ্যমে বিভিন্ন পদে ২ হাজার ১৩৫ কর্মকর্তা নিয়োগ দেওয়ার কথা রয়েছে। এ ছাড়া ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষা নিয়েছে পিএসসি। এখনো মৌখিক পরীক্ষা হয়নি।

42th bcs exam circular - 2020 - p1
৪২তম বিসিএস বিজ্ঞপ্তি ২০২০ – সার্কুলার – পৃষ্ঠা – ১
42tg Bcs circular 2020 - paper advertisement - p2
৪২তম বিসিএস বিজ্ঞপ্তি ২০২০ – সার্কুলার – পৃষ্ঠা – ২

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।