৪৫ তম বিসিএস সার্কুলার প্রকাশ, ক্যাডার-নন ক্যাডার পদ ৩৩৩১টি [45th bcs circular 2022 pdf]

৪৫ তম বিসিএস সার্কুলার প্রকাশ হয়েছে ৩০ নভেম্বর ২০২২। এই বিসিএসে মো পদ সংখ্যা ৩৩৩১টি (২৩০৯টি ক্যাডার পদ ও নন-ক্যাডার পদ ১০২২টি) বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি) কর্তৃপক্ষ। কিছু দিন আগে জনপ্রশাসন মন্ত্রণালয় ৪৫তম বিসিএসের ক্যাডার ও নন-ক্যাডার পদের সংখ্যা উল্লেখ করে চাহিদাপত্র পাঠিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি) বরাবর। এই চাহিদাপত্র অনুযায়ী, ৪৫তম বিসিএসের মাধ্যমে ২৩ ধরনের ক্যাডারে মোট ২৩০৯ জন ও নন-ক্যাডারে ১০২২ জন নেওয়া নেওয়া হবে। ৪৫তম বিসিএসের ক্যাডার ও নন-ক্যাডার পদের সংখ্যা নির্দিষ্ট করা হবে। অনলাইনে আবেদন শুরু হবে ১০ ডিসেম্বর, শেষ হবে ৩১ ডিসেম্বর ২০২২।

বিগত ৫ বছরের মধ্যে এবারই সবচেয়ে বেশিসংখ্যক ক্যাডার নিয়োগ করা হবে। 

  • নন-ক্যাডার পদে ঠিক কত জনবল নিয়োগ হতে পারে, সে বিষয়েও সিদ্ধান্ত আজ চূড়ান্ত করবে জনপ্রশাসন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের নিয়োগ শাখা থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
  • মন্ত্রণালয় সূত্র জানায়, এ বিসিএসে ২৩টি ক্যাডারে মোট ২ হাজার ৩০৯ জনবল নিয়োগ দেওয়া হবে। সবচেয়ে বেশি নিয়োগ হবে স্বাস্থ্য ক্যাডারে। এতে নিয়োগ পাবেন ৫৩৯ চিকিৎসক। এর মধ্যে সহকারী সার্জন পদে ৪৫০ ও ডেন্টাল সার্জন পদে ৮৯ জনকে নিয়োগ দেওয়া হবে। প্রশাসনে ২৭৪, পুলিশে ৮০, শিক্ষা ক্যাডারে ৪৩৭ জন, কর ক্যাডারে ৩০, কাস্টমসে ৫৪, আনসারে ২৫ এবং পররাষ্ট্র, বন, রেল, কৃষি, মৎস্যসহ অন্যান্য ক্যাডারে ৮৭০ জনকে নিয়োগ দেওয়া হবে।

  • বিগত ৫টি বিসিএসের মধ্যে ৪৫তম বিসিএসেই সবচেয়ে বেশি সংখ্যাক ক্যাডার পদ। এর মধ্যে ৪১, ৪৩ ও ৪৪তম বিসিএসের নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে। 

৪৫ তম বিসিএস বিজ্ঞপ্তি ২০২২

কর্তৃপক্ষ :বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)
বিসিএসের ক্রম :৪৫তম বিসিএস (45th bcs)
মোট ক্যাডার পদ :২৩০৯টি
নন-ক্যাডার পদ :১০২২টি
ক্যাডার ক্যাটাগরি :২৩টি
আবেদনের তারিখ :ডিসেম্বর ২০২২
ওয়েবসাইট :http://www.bpsc.gov.bd
45th bcs circular 2022

৪৫তম বিসিএসে কোন ক্যাডারে কত জন

  • স্বাস্থ্য ক্যাডারে ৫৩৯ জন (সহকারী সার্জন ৪৫০ জন ও ডেন্টাল সার্জন ৭৯ জন)
  • শিক্ষা ক্যাডারে ৪৩৭ জন
  • প্রশাসন ক্যাডারে ২৭৪ জন
  • পুলিশ ক্যাডারে ৮০ জন
  • কাস্টমস ক্যাডারে ৫৪ জন
  • আনসার ক্যাডারে ২৫ জন
  • কর ক্যাডারে ৩০ জন এবং
  • পররাষ্ট্র, বন, রেল, কৃষি, মৎস্যসহ বাদবাকি ক্যাডারে ৮৭০ জন নেওয়া হবে।

কোন বিসিএসে কত পদ

  • ৩৫তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে পদ ১ হাজার ৮০৩টি
  • ৩৬তম বিসিএসে পদ ২ হাজার ১৮০টি
  • ৩৭তম বিসিএসে ১ হাজার ২২৬টি
  • ৩৮তম বিসিএসে ২ হাজার ২৪টি
  • ৪০তম বিসিএসে পদ ১ হাজার ৯০৩টি
  • ৪১তম বিসিএস ক্যাডার পদ ২ হাজার ১৩৫টি
  • ৪৩তম বিসিএস ক্যাডার পদ ১ হাজার ৮১৪টি
  • ৪৪তম বিসিএস ক্যাডার পদ ১ হাজার ৭১০টি
  • ৪৫তম বিসিএসে ক্যাডার পদ ২৩০৯টি

৪৫ তম বিসিএস সার্কুলার ২০২২ pdf / 45th bcs circular 2022

45th bcs circular 2022 pdf download link : http://www.bpsc.gov.bd/sites/default/files/files/bpsc.portal.gov.bd/psc_exam/c58f75eb_30c8_445c_972d_ab68c5481e38/45%20BCS%20Advertisement.pdf

  • ৪৫তম বিসিএস নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে নভেম্বরের শেষ সপ্তাহে http://www.bpsc.gov.bd ওয়েবসাইটে।

Rate This Article

How would you rate this article?

Edu Daily 24
Edu Daily 24

Experienced writer with deep knowledge in their field.

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.