পরামর্শ : ৯ম শ্রেণি পর্যন্ত পড়েছি, আবার পড়াশোনা করতে চাই


এডু ডেইলি ২৪ প্রকাশ: নভেম্বর ১৩, ২০২২, ৬:৫৭ অপরাহ্ন / আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৪, ১:৩৩ অপরাহ্ন / ১১০
পরামর্শ : ৯ম শ্রেণি পর্যন্ত পড়েছি, আবার পড়াশোনা করতে চাই

জিজ্ঞাসা: আমি ৯ম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছি, এরপর আর পড়িনি। এখন আবার পড়াশোনা চালিয়ে যেতে চাই। কী করতে পারি, অনলাইনে পড়াশোনা করলে কেমন হবে এবং এটা কিভাবে সম্ভব?
– মো: বিল্লাল হোসেন, শ্রীপুর, গাজিপুর।

পরামর্শ: আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আপনি পড়াশোনা চালিয়ে যেতে চাচ্ছেন, তাই তো? আপনি ইন্টারনেটে অথবা অনলাইনেও পড়াশোনা চালিয়ে যেতে পারবেন, তবে কোনো কোনো ক্ষেত্রে এ মাধ্যমে ডিগ্রি অর্জন সহজ নয়। যেহেতু আপনি ৯ম শ্রেনী পর্যন্ত পড়াশোনা করেছেন। আপনার জন্য সবচেয়ে ভালো হয় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত এসএসসি সম্পন্ন করা, এর জন্য অনুমদিত স্কুলে ভর্তি-রেজিস্ট্রেশন করতে হবে। অল্প খরচেই ভর্তি-রেজিস্ট্রেশনসহ পরীক্ষায় অংশ নিতে পারবেন। সপ্তাহে একদিন (শুক্রবার) ক্লাস হবে, আশা করছি- এটা আপনার জন্য সহজ হবে। তাছাড়া উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত এসএসসি পরীক্ষা পদ্ধতি অনেক সহজ, তাই পাশ করতে খুব বেগ পেতে হবে না। এসএসসি শেষ করার পর আপনার জন্য অনেক বিকল্প পথ খোলা থাকবে, চাইলে এইচএসসির সমমানের পরীক্ষাও উন্মুক্ত অথবা কারিগরির অধীনে দিতে পারেন। এইচএসসি শেষে যদি ভাবেন ডিগ্রি কিংবা অনার্সে পড়াশোনা না করে অনলাইন মাধ্যমে ক্লাস না করেই সহজে পরীক্ষায় অংশ নিয়ে ডিগ্রি অর্জন করবেন, সেটা পারবেন; তবে সবার আগে এসএসসি শেষ করতে হবে আপনাকে। উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও অনলাইনে পড়াশোনার বিস্তারিত ধারনা পেতে দৈনিক পত্রিকায় প্রকাশিত আমার এই লেখাগুলো পড়তে পারেন−

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় : যেখানে পড়াশোনা উন্মুক্ত, Click

আরও কোনো প্রশ্ন বা জানার থাকলে আমাদেরকে ই-মেইল করুন।

Rate this post