জানুয়ারি ৩, সিএমজি বাংলা ডেস্ক: মহাকাশ গবেষণার সোনালী বছর হিসেবে ২০২৫ সালকে বিদায় জানাল চীন। এ বছর রেকর্ড ৯২টি মহাকাশ উৎক্ষেপণ, মানববাহী মিশন, গভীর মহাকাশ অনুসন্ধান ও বাণিজ্যিক রকেট উৎক্ষেপণে অভাবনীয় সব মাইলফলক স্পর্শ করেছে দেশটি। চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন জানাল এ তথ্য।
চায়না অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি কর্পোরেশনের প্রকৌশলী চু হাইয়াং জানান, ২০২৫ সালে আমরা ৯২টি উৎক্ষেপণের মাধ্যমে ৩০০টিরও বেশি স্যাটেলাইট নির্ধারিত কক্ষপথে পাঠিয়েছি।
২০২৫ সালে চীনের মহাকাশ কর্মসূচিতে শেনচৌ-২০ নভোচারী দল কক্ষপথে ২০৪ দিন অবস্থান করে চীনের ইতিহাসে দীর্ঘতম একক মিশনের রেকর্ড গড়েছে। এ ছাড়া শেনচৌ-২১ নভোযানটি মাত্র সাড়ে তিন ঘণ্টায় মহাকাশ স্টেশনের সাথে যুক্ত হয়ে দ্রুততম ডকিং রেকর্ড করে।
শেনচৌ-২০ নভোযানে আকস্মিক কারিগরি সমস্যা দেখা দিলে চীন মাত্র ১৬ দিনের মধ্যে ব্যাকআপ হিসেবে শেনচৌ-২২ উৎক্ষেপণ করে। এ ঘটনাও আন্তর্জাতিক মহাকাশ গবেষণা মহলে বেশ সমাদৃত হয়েছে।
২০২৬ সাল থেকে চালু হওয়া চীনের ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনার অংশ হিসেবে 'ছাং-এ-৭' চন্দ্রযানকে চাঁদের দক্ষিণ মেরুতে পাঠানো হবে, যা সেখানে জমাট বরফের অস্তিত্ব অনুসন্ধান করবে।
শুভ/ফয়সল
তথ্য ও ছবি: সিসিটিভি
৯২ উৎক্ষেপণে মহাকাশ গবেষণায় রেকর্ডের বছর পার করল চীন
Connect With Us:
Advertisement
Our Editorial Standards
We are committed to providing accurate, well-researched, and trustworthy content.
Fact-Checked
This article has been thoroughly fact-checked by our editorial team.
Expert Review
Reviewed by subject matter experts for accuracy and completeness.
Regularly Updated
We regularly update our content to ensure it remains current.
Unbiased Coverage
We strive to present balanced information.