৯ ব্যাংক সার্কুলার – অফিসার জেনারেল নিয়োগ ২০২১ – ১৭৬৩ পদ

সমন্বিত পদ্ধতিতে ৯ ব্যাংকে অফিসার জেনারেল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটি (বিএসসি)। অফিসার (জেনারেল) পদে ৯টি ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে মোট ১৭৬৩ জনকে নিয়োগ দেয়া হবে।

কোন ব্যাংকে কত জন নিয়োগ দেয়া হবে

সোনালী ব্যাংক (২২৭), জনতা ব্যাংক (১১৬২), রূপালী ব্যাংক (৮৭), বাংলাদেশে ডেভেলপমেন্ট ব্যাংক (১৭), আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক (১৬৩), রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (৭৭), প্রবাসী কল্যাণ ব্যাংক (১৫), কর্মসংস্থান ব্যাংক (১৩), ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (২)।

সবচেয়ে বেশি নিয়োগ দেয়া হবে জনতা ব্যাংক (১১৬২টি পদ), সোনালী ব্যাংক (২২৭টি পদ) ও আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে (১৬৩টি পদ)।

বাংলাদেশ ব্যাংকের অধীনে ৯ ব্যাংকে অফিসার নিয়োগ ২০২১

নিয়োগ কার্যক্রম :বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটির সমন্বিত নিয়োগ পদ্ধতি
নিয়োগদাতা ব্যাংকের সংখ্যা :৯টি ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠান
পদের নাম : অফিসার (জেনারেল) [ ২০২০ সাল ভিত্তিক ]
ব্যাংক/প্রতিষ্ঠানের নাম ও পদ :সোনালী ব্যাংক (২২৭), জনতা ব্যাংক (১১৬২), রূপালী ব্যাংক (৮৭), বাংলাদেশে ডেভেলপমেন্ট ব্যাংক (১৭),
আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক (১৬৩), রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (৭৭), প্রবাসী কল্যাণ ব্যাংক (১৫),
কর্মসংস্থান ব্যাংক (১৩), ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (২)।
মোট পদের সংখ্যা : ১৭৬৩টি
Job ID : 10147
বেতন স্কেল : ১৬,০০০-১৬,৮০০-১৭,৬৪০—-৩৮,৬৪০ টাকা
আবেদনের শেষ তারিখ : ২০ জানুয়ারি ২০২২ রাত ১১.৫৯টা।
আবেদন ফি : ২০০ টাকা।
আবেদনের লিংক : https://erecruitment.bb.org.bd

শিক্ষাগত যোগ্যতা : যেকোনো বিষয়ে স্নাতকোত্তর/স্নাতক/স্নাতক (সম্মান)। এসএসসি/সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ে কমপক্ষে দুটি প্রথম বিভাগ/শ্রেণি/সমমান। তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়।

বেতন : ১৬,০০০-১৬,৮০০-১৭,৬৪০—-৩৮,৬৪০ টাকা
বয়স : অনূর্ধ্ব ৩০ বছর (২৫ মার্চ ২০২০ তারিখে)। মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর।

আবেদনের নিয়ম : আগ্রহীরা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট https://erecruitment.bb.org.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ : ২০ জানুয়ারি ২০২২ রাত ১১.৫৯টা।

বাংলাদেশ ব্যাংক ব্যাংকার্স সিলেকশন কমিটি অফিসার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

৯ ব্যাংকে অফিসার নিয়োগ সার্কুলার ২০২১
9 bank officer general job circular 2021

ব্যাংকে অফিসার জেনারেল নিয়োগের বিজ্ঞপ্তি ২০২১ pdf ডাউনলোড লিংক : https://erecruitment.bb.org.bd/career/dec212021_bscs_185.pdf

>> সরকারি-বেসরকারি, সামরিক বাহিনী, ব্যাংক, এনজিও ও অন্যান্য প্রতিষ্ঠানের সাম্প্রতিক চাকরির বিজ্ঞপ্তি ও দরকারি তথ্য পেতে এই লিংকে ক্লিক করুন : https://edudaily24.com/chakri