কারিগরি শিক্ষা অধিদপ্তরে ইনস্ট্রাক্টর নিয়োগের ফলাফল প্রকাশ

Rate this post

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ইনস্ট্রাক্টর নিয়োগের ফলাফল প্রকাশিত হয়েছে। কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে বিভিন্ন প্রতিষ্ঠানে রাজস্ব খাতে ১৩তম গ্রেডে ২১৮১ জনের নিয়োগের ফল পাওয়া যাবে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে (www.tmed.gov.bd)।

>> ক্রাফট ইনস্ট্রাক্টর (শপ) পদের নিয়োগ বিজ্ঞপ্তির ফলাফল : http://www.tmed.gov.bd/sites/default/files/files/tmed.portal.gov.bd/notices/ad163a28_d5b4_41ab_a6d5_3f5935e1e80b/craft-2181-sh.pdf

>> ক্রাফট ইনস্ট্রাক্টর (টেক/ল্যাব) পদের নিয়োগ বিজ্ঞপ্তির ফলাফল : http://www.tmed.gov.bd/sites/default/files/files/tmed.portal.gov.bd/notices/ad163a28_d5b4_41ab_a6d5_3f5935e1e80b/craft-2181-tech-lab.pdf

>> ক্রাফট ইনস্ট্রাক্টর (টিআর/ইলেকট্রিক্স/টেক) পদের নিয়োগ বিজ্ঞপ্তির ফলাফল : http://www.tmed.gov.bd/sites/default/files/files/tmed.portal.gov.bd/notices/ad163a28_d5b4_41ab_a6d5_3f5935e1e80b/craft-2181-TR.pdf

২২জুন ২০২১ শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নিয়োগের সুপারিশ করা প্রার্থীদের নির্দেশনা অনুযায়ী যোগদান করতে মন্ত্রণালয় থেকে অনুরোধ করা হয়েছে।

কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থায়ী রাজস্ব খাতে ৩টি পদে ২১৮১ জনকে নিয়োগ দিতে গত মাসে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ৫ মে থেকে ২৫ মে ২০২১ পর্যন্ত অনলাইনে আবেদন নেয়া হয়।

যে ৩টি পদে নিয়োগ দেয়া হয়েছে সেগুলো হচ্ছে- ক্রাফট ইনস্ট্রাক্টর (সপ), পদ সংখ্যা : ১০৫৭টি; ক্রাফট ইনস্ট্রাক্টর (টিআর/ইলেক্ট্রনিকস/টেক), পদ সংখ্যা : ১০১৯টি; ক্রাফট ইনস্ট্রাক্টর (টেক/ল্যাব), পদ সংখ্যা: ১০৫টি।

আবেদনকারীর যোগ্যতা হিসেবে চাওয়া হয় পদার্থ ও রসায়নসহ ২য় শ্রেণির স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা। অথবা উচ্চ মাধ্যমিক (ভোকেশনাল) পরীক্ষায় উত্তীর্ণ ও সংশ্লিষ্ট বিষয়ে ২ বছরের ট্রেড কোর্স এবং ৫ বছরের অভিজ্ঞতা।

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

© 2025 Edu Daily 24. All rights reserved.

Powered by Edu Daily 24.