রেলওয়ে খালাসী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ – পদ ১০৮৬টি

বাংলাদেশ রেলওয়ে খালাসী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ প্রকাশ করেছে। ‘খালাসী’ পদে মোট ১০৮৬ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন করা যাবে ২০ ডিসেম্বর ২০২১ থেকে ২৬ জানুয়ারি ২০২২ তারিখ পর্যন্ত।

 

 

 

রেলওয়ে খালাসী নিয়োগ

নিয়োগদাতা প্রতিষ্ঠান : বাংলাদেশ রেলওয়ে
পদের নাম : খালাসী
পদসংখ্যা : ১,০৮৬টি
শিক্ষাগত যোগ্যতা : এসএসসি/সমমান
আবেদনের তারিখ : ২০ ডিসেম্বর ২০২১ থেকে ২৬ জানুয়ারি ২০২২
বেতন : ৮,২৫০-২০,০১০ টাকা।
অনলাইনে আবেদনের লিংক : br.teletalk.com.bd

 

 

 

বয়স : ১ ডিসেম্বর ২০২১ তারিখে সর্বনিম্ন ১৮ বছর ও ২৫ মার্চ ২০২০ তারিখে সর্বোচ্চ ৩০ বছর। বিশেষ ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর।

 

 

 

 

খালাসী পদে আবেদন করার নিয়ম

 

ক. অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে http://br.teletalk.com.bd ওয়েবাইট থেকে। আবেদন করার শেষ সময় ২৬ জানুয়ারি ২০২২ তারিখ বিকাল ৫টা।
ইউজার আইডি পাওয়া প্রার্থীদের অনলাইন আবেদন সাবমিট করার ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে ফি জমা দিতে হবে।

 


খ. অনলাইন আবেদনপত্রে প্রার্থী তার রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ পিক্সেল ও প্রস্থ ৩০০ পিক্সেল) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ ও প্রস্থ ৮০ পিক্সেল) স্ক্যান করে নির্ধারিত স্থানে আপডেট করবেন। ছবির সাইজ সর্বোচ্চ ১০০ কিলোবাইট ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ৬০ কিলোবাইটের বেশি হতে পারবে না।

 


গ. অনলাইন আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।

 


ঘ. প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যেকোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দেবেন।

 

 

 

 

খালাসী পদে আবেদন ফি জমার নিয়ম

 

টেলিটক প্রি-পেইড সিম থেকে পর্যায়ক্রমে ২টি এসএমএস পাঠিয়ে আবেদন ফি (মোট ৫৬ টাকা) জমা দিতে হবে।

  • ১ম SMS : BR<space>User ID লিখে পাঠাতে হবে 16222 নাম্বারে। এখানে SMS-এ User ID-এর জায়গায় প্রার্থী ইতোপূর্বে অনলাইনে আবেদনের সময় প্রাপ্য User ID ব্যবহার করবে।
  • ২য় SMS : BR<space>YES<space>PIN লিখে পাঠাতে হবে 16222 নাম্বারে। এখানে SMS-এ PIN-এর জায়গায় প্রার্থী ১ম এসএমএসের মাধ্যমে প্রাপ্য PIN ব্যবহার করবে।

অনলাইনে আবেদনের সময় ৩০০x৩০০ পিক্সেল সাইজের ছবি ও ৩০০x৮০ পিক্সেল সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।

 

 

আবেদন ফি : টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে ৫৬ টাকা ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।

 

আবেদনের শেষ সময় : ২৬ জানুয়ারি ২০২২ তারিখ বিকাল ৫টা পর্যন্ত।

অনলাইনে আবেদনের লিংক : http://br.teletalk.com.bd

 

 

বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

Bangladesh railway khalashi jobs 2021 p1

 

 

Bangladesh railway khalashi jobs 2021 p2

খালাসী পদের কাজ ও বেতন জানতে ক্লিক করুন : https://edudaily24.com/%e0%a6%96%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b8%e0%a7%80-%e0%a6%aa%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%9c-%e0%a6%95%e0%a6%bf/

 

Bangladesh Railway Khalasi Job Circular 2021 pdf download : http://br.teletalk.com.bd/brkh/doc/BR.pdf

 

রেলওয়ের খালাসী পদের দায়িত্ব কি কি – সচিত্র দেখুন [ Video ]

https://www.youtube.com/watch?v=l9ggSk8XWvI