৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি সেপ্টেম্বরে

Rate this post

৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি সেপ্টেম্বরে (২০১৯) প্রকাশ করা হবে বলে গণমাধ্যমকে জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্র। ইতিমধ্যে নতুন এই নিয়োগ প্রক্রিয়ার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ২,১৩৫টি শূন্য ক্যাডার পদের চাহিদা পেয়েছে পিএসসি। এদিকে কলেজগুলোয় শিক্ষকের সংকট থাকায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে পিএসসির কাছে একটি বিশেষ বিসিএস আয়োজনের প্রস্তাব পাঠানো হয়েছে। তবে ৪১তম বিসিএসকে বিশেষ করার কোনো সম্ভাবনা নেই বলেও জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক গণমাধ্যমকে জানান, ৪১তম বিসিএসের চাহিদা পেয়েছি। বিসিএসকে সাধারণভাবে সম্পন্ন করার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সেপ্টেম্বরের মধ্যেই ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি চলছে।

৪১তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে সম্ভাব্য আসন সংখ্যা :
পররাষ্ট্র ক্যাডারে ২৫ জন
প্রশাসন ক্যাডারে ৩২৩ জন
পুলিশ ক্যাডারে ১০০ জন
শুল্ক ও আবগারিতে ২৩টি,
কর ক্যাডারে ৬০টি,
আনসার ক্যাডারে ২৩টি,
নিরীক্ষা হিসাব ক্যাডারে ২৫টি,
সমবায় ক্যাডারে ৮টি,
পরিসংখ্যান কর্মকর্তা ১২টি,
তথ্য ক্যাডারে ৪৭টি,
কৃষি ক্যাডারে ১৮৯টি,
বাণিজ্য ক্যাডারে ৪টি,
স্বাস্থ্য ক্যাডারে ১৪০টি
সাধারণ শিক্ষায় ৮৯২টি।

Follow Us on Google News!

Stay updated with our latest news and articles directly from Google News.

Follow on Google News

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

© 2025 Edu Daily 24. All rights reserved.

Powered by Edu Daily 24.