অ্যামাজন কার্যক্রম শুরু করতে যাচ্ছে, এমন পোস্ট ও ফটো কার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েক দিন ধরে ছড়াচ্ছে। এসব পোস্টে দাবি করা হচ্ছে, ই-কমার্স জায়ান্ট অ্যামাজন বাংলাদেশে পূর্ণাঙ্গ কার্যক্রম শুরুর প্রস্তুতি নিচ্ছে। উত্তরায় একটি কর্পোরেট অফিসের ছবি অনলাইনে ছড়িয়ে পড়ার পর এই জল্পনার সৃষ্টি হয়।
তবে এ ব্যাপারে এখনো Amazon সংশ্লিষ্ট কর্মকর্তারা নিশ্চিত করেননি। তবে বাংলাদেশে তাদের বর্তমান কার্যক্রম (পণ্য আমদানি ও স্থানীয় সরবরাহকারীদের সাথে কাজ করা) এবং কর্তৃপক্ষের কাছ থেকে প্রয়োজনীয় অনুমতি নেওয়ার জন্য নেওয়া পদক্ষেপগুলো তাদের দীর্ঘমেয়াদী আগ্রহের ইঙ্গিত দেয়।
ফেসবুকে অ্যামাজনের অফিসের ছবি পোস্ট করে একজন লিখেন, "বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে প্রবেশ করছে অ্যামাজন। অবস্থান: উত্তরা, ঢাকা। সেক্টর-৫, রোড-৯/এ, বাড়ি-২৩/২৪।"
উত্তরার অফিসটি তাদের ই-কমার্স ব্যবসা সম্প্রসারণ অথবা বিদ্যমান আমদানি ও রপ্তানি প্রক্রিয়াকে আরও সহজ করার জন্য একটি কৌশলগত পদক্ষেপ হতে পারে। তবে, এখনই ই-কমার্স প্ল্যাটফর্ম চালু হবে কি না, তা এখনো নিশ্চিত নয়। এটি কেবল স্থানীয় নিয়মকানুন মেনে চলার এবং তাদের বাণিজ্যিক প্রক্রিয়া উন্নত করার একটি উপায়ও হতে পারে। সামগ্রিকভাবে, এটি থেকে বোঝা যায় যে অ্যামাজন বাংলাদেশের প্রতি তাদের মনোযোগ বাড়াচ্ছে।