বর্ণাঢ্য আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

বর্ণাঢ্য আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া ইউনিয়নে। ২৭ জানুয়ারি দিনব্যাপী কামারগাঁও উচ্চ বিদ্যালয়ের মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি এমপি।

অনুষ্ঠানটির উদ্বোধন করেন ঘাগটিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোহাম্মদ হারুন অর রশিদ হিরণ মোল্লা। সহকারী শিক্ষক মোহাম্মদ আতিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয় সচিবের একান্ত সচিব মোহাম্মদ জাকির হোসেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ সচিবের একান্ত সচিব হাফিজুল হক, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ তানভীর আহমেদ, ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম, অডিট এন্ড একাউন্টস অফিসার মোহাম্মদ রুবেল আহমেদ, পুলিশ হেডকোয়ার্টারের অতিরিক্ত পুলিশ সুপার শাখের হোসেন সিদ্দিকী।

এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফকির আব্দুস ছোবহান মাষ্টার, কামারগাঁও উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ সাইফুল ইসলাম, কামারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ অনেকে।

অনুষ্ঠানে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ছাত্র-ছাত্রীদের খেলাধূলা ও বিভিন্ন প্রদর্শনী দেখে দর্শনার্থী ও অতিথিরা ভূয়সি প্রশংসা করেন।

 

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান (Video)

প্রতিবেদন : সবুজ আহমেদ 
সূত্র : ইউরেকা