বিশ্বের প্রথম বাজাজ সিএনজি বাইক বাজারে, ২ লিটারে ৩০০ কিলোমিটার চলবে

বিশ্বের প্রথম বাজাজ সিএনজি বাইক বাজারে, ২ লিটারে ৩০০ কিলোমিটার চলবে

বিশ্বের প্রথম সিএনজি বাইক আনলো বাজাজ। বাই-ফুয়েল প্রযুক্তির ব্যবহারে খরচ কমিয়ে পরিবেশ বান্ধব এই মোটরসাইকেল আনুষ্ঠানিকভাবে ভারতের বাজারে এনেছে মোটরগাড়ি প্রস্তুতকারী এই প্রতিষ্ঠানটি (Bajaj)।

ভারতের দিল্লির একটি অটো শোতে এই মোটরসাইক প্রদর্শন করা হয়। বাইকটির বিশেষত্ব হচ্ছে, সিএনজির পাশাপাশি পেট্রোল দিয়েও চালানো যাবে। আর প্রতি কিলোমিটারে পেট্রোলে যা খরচ হয়, সিএনজিতে তার চেয়ে আরো কম খরচ হবে।

বাইকের হ্যান্ডেলে একটি সুইচ থাকবে, এই সুইচ চাপলেই বাইক পেট্রোল থেকে সিএনজি মোডে চলে যাবে। আবার চাপলে পেট্রোল মোডে চলে যাবে।

বাইকে ২ লিটারের একটি সিএনজি ট্যাঙ্ক রয়েছে। ফুল ট্যাঙ্ক সিএনজি ভরলে ৩০০ কিলোমিটার পর্যন্ত চালানো যাবে। আপাতত ভারতের বাজারেই পাওয়া যাবে ফ্রিডম ১২৫ সিসি (Bajaj Freedom 125 NG04) মডেলের এই মোটরসাইকেলটি।

পর্যায়ক্রমে অন্যান্য দেশেও বাজারজাত করা হবে। ভবিষ্যতে সিএনজি চালিত আরো মডেলের বাইক বাজারে আসবে বলে জানায় বাজাজ।

দৃষ্টিনন্দন এই বাইকের সিট বেশ বড়, তাই ৩ জন অনায়াসেই বসতে পারবে। বাইকটির দাম ধরা হয়েছে ভারতীয় মূদ্রায় ৯৫ হাজার রুপি।