ভাগ্য বদলের আশায় ২০০৯ সালে সংযুক্ত আরব আমিরাতে পাড়ি দিয়েছিলেন বাংলাদেশি ট্যাক্সিচালক হারুন সরদার নুর নবী সরদার। দীর্ঘ ১৫ বছর প্রবাস জীবনে পরিশ্রম করেও তেমন পরিবর্তন আসেনি তার জীবনে। কিন্তু এক ফোন কলেই যেন বদলে গেল সব—বিগ টিকিট র্যাফেল ড্রতে তিনি জিতেছেন ২০ মিলিয়ন আমিরাতি দিরহাম, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৬ কোটি ২৯ লাখ টাকার বেশি।
প্রথমে ফোনে লটারিতে জয়ের খবর শুনে বিশ্বাসই করতে পারেননি হারুন। পরে বিগ টিকিটের আয়োজকরা নিশ্চিত করলে আবেগে বাকরুদ্ধ হয়ে পড়েন তিনি।
Table of Contents
আবুধাবির বিগ টিকিট ড্রয়ে বাংলাদেশির জয়
আমিরাতের জনপ্রিয় ইংরেজি দৈনিক খালিজ টাইমস-এর প্রতিবেদনে জানানো হয়েছে, আবুধাবিতে সেপ্টেম্বর মাসের বিগ টিকিট ড্র অনুষ্ঠিত হয় শুক্রবার (৩ অক্টোবর)। সেখানে গ্র্যান্ড পুরস্কার হিসেবে ঘোষিত হয় ২ কোটি দিরহামের বিজয়ী টিকিট নম্বর ০৩৫৩৫০।
এই টিকিটটি ১৪ সেপ্টেম্বর শারজাহতে বসবাসরত ৪৪ বছর বয়সী প্রবাসী হারুন সরদার ক্রয় করেছিলেন। লাইভ অনুষ্ঠানে সঞ্চালক রিচার্ড ও বুচরা ‘গোল্ডেন ফোনে’ যখন এই সুখবর জানান, তখন হারুন শুধু বলেন, “আচ্ছা, ঠিক আছে... ঠিক আছে।”
হারুন জানিয়েছেন, তিনি আরও ১০ জন প্রবাসী বন্ধুর সঙ্গে মিলে টিকিটটি কিনেছিলেন এবং পুরস্কারের অর্থ সবাই মিলে ভাগ করে নেবেন।
দীর্ঘ প্রবাসজীবনের সাফল্য
২০০৯ সাল থেকে আমিরাতে কর্মরত হারুন সরদার বলেন, “আমি সবসময় বিশ্বাস করতাম একদিন ভাগ্য বদলাবে।”
পরিবার বাংলাদেশে থাকলেও তিনি প্রতি মাসে নিয়মিত বিগ টিকিট কিনতেন। অবশেষে তার সেই স্বপ্ন পূরণ হলো।
অন্যান্য বিজয়ী
এই ড্রয়ে আরও চারজন ৫০ হাজার দিরহাম করে জিতেছেন। তারা হলেন—
-
ভারতের শিহাব উমাইর,
-
দুবাই প্রবাসী ভারতীয় সিদ্দিক পাম্বলাথ,
-
আবুধাবি প্রবাসী বাংলাদেশি আলি হোসেন আলি,
-
এবং পাকিস্তানি আদেল মোহাম্মদ।
‘স্পিন দ্য হুইল’ প্রতিযোগিতায় কাতার প্রবাসী রিয়াজের মনোনীত প্রতিনিধি আশিক মোত্তম জিতেছেন ১ লাখ ৫০ হাজার দিরহাম, আর ভারতের কেরালার নারী প্রবাসী সুসান রবার্ট পেয়েছেন ১ লাখ ১০ হাজার দিরহাম।
এছাড়া আবুধাবি প্রবাসী আলিমুদ্দিন সোনজা জিতেছেন ৮৫ হাজার দিরহাম, আর আল-আইনে প্রবাসী বাংলাদেশি জাজরুল ইসলাম ফকির আহমেদও পুরস্কার অর্জন করেছেন।
একই ড্রতে শারজাহ প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ সাইফুল ইসলাম আহমদ নবী জিতেছেন একটি রেঞ্জ রোভার ভেলার গাড়ি।
পরবর্তী বিগ টিকিট ড্র
বিগ টিকিট কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ৩ নভেম্বর অনুষ্ঠিতব্য লাইভ ড্রয়ে ২ কোটি ৫০ লাখ দিরহামের গ্র্যান্ড পুরস্কার ঘোষণা করা হবে। পাশাপাশি অক্টোবর মাসজুড়ে প্রতি সপ্তাহে ৫ জন বিজয়ী পাবেন ২৪ ক্যারেটের ২৫০ গ্রাম স্বর্ণবার।