চীনা কোম্পানিগুলোর জন্য ন্যায্য, স্বচ্ছ ও বৈষম্যহীন ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করতে ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) আহ্বান জানিয়েছে চীন। মঙ্গলবার বেইজিংয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান বলেন, চীনের কোম্পানিগুলো ইউরোপে আইন মেনে ব্যবসা পরিচালনা করছে, স্থানীয় জনগণকে মানসম্পন্ন পণ্য ও সেবা সরবরাহ করছে।
পাশাপাশি ইউরোপের সামাজিক-অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলেও জানান তিনি। তিনি আরও বলেন, কোনো আইনি বা বাস্তব ভিত্তি ছাড়া প্রশাসনিকভাবে কোনো কোম্পানির বাজারে প্রবেশ সীমিত বা নিষিদ্ধ করা বাজার অর্থনীতির নীতি ও ন্যায্য প্রতিযোগিতার মূল চেতনার পরিপন্থী। লিন চিয়ান বলেন, কয়েকটি দেশের অভিজ্ঞতা দেখিয়েছে চীনা টেলিকম কোম্পানির নিরাপদ ও মানসম্মত সরঞ্জাম সরিয়ে দেওয়া শুধু তাদের প্রযুক্তিগত উন্নয়নকেই বাধাগ্রস্ত করছে না, বরং এর ফলে বিপুল অর্থনৈতিক ক্ষতিও হচ্ছে।
নাহার/আজাদ তথ্য ও ছবি-সিনহুয়া