'সায়েন্স অ্যান্ড সায়েন্টিস্টস ইন দ্য অ্যান্টি-ফ্যাসিস্ট ওয়ার' শিরোনামে একটি বই সম্প্রতি চীনে প্রকাশিত হয়েছে, যেখানে ফ্যাসিবাদবিরোধী যুদ্ধে চীনা বিজ্ঞানী ও গবেষকদের গুরুত্বপূর্ণ ভূমিকার বিবরণ তুলে ধরা হয়েছে।
বইটির প্রধান সম্পাদক ও সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইয়াং চিয়ান জানান, এটি চীনের একাধিক বিজ্ঞান ও প্রযুক্তি ইতিহাসবিদের যৌথ রচনায় তৈরি হয়েছে। এর উদ্দেশ্য হলো জাপানি আগ্রাসনের বিরুদ্ধে চীনা জনগণের প্রতিরোধযুদ্ধের চেতনা ও বিজ্ঞানমনস্কতা তুলে ধরা।
বইটিতে চীনা ও মিত্রদেশের বিজ্ঞানীদের পারস্পরিক সহযোগিতার গল্প তুলে ধরা হয়েছে, যেখানে যুদ্ধকালীন প্রতিকূলতার মধ্যেও তাদের মেধা, সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তির পরিচয় পাওয়া গেছে।
যুদ্ধের সময় চীনের প্রযুক্তিগত অবকাঠামো সীমিত থাকলেও, দেশটির বিজ্ঞানীরা অস্ত্র উন্নয়ন, কৃষি, চিকিৎসা ও স্বাস্থ্য ক্ষেত্রে একাধিক গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেন।
সূত্র: সিএমজি বাংলা