নেদারল্যান্ডসকে দ্রুত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেক্সপেরিয়া সম্পর্কিত পণ্যের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে ইউরোপীয় ইউনিয়নকে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়।
রোববার এক বিবৃতিতে বাণিজ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এই আহ্বান জানান। চীনের বাণিজ্য মন্ত্রণালয় স্পষ্ট জানিয়েছে, বৈশ্বিক সেমিকন্ডাক্টর সরবরাহ শৃঙ্খলে বর্তমান বিঘ্নের উৎস এবং দায়ভার সম্পূর্ণরূপে নেদারল্যান্ডসের ওপরই বর্তায়। বিবৃতিতে আরও বলা হয়, বৈশ্বিক সেমিকন্ডাক্টর সরবরাহ শৃঙ্খলের নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রতি একটি দায়িত্বশীল মনোভাব দেখিয়ে চীন ইতিমধ্যেই সুনির্দিষ্ট ব্যবস্থা নিয়েছে।
চীন বেসামরিক ব্যবহারের জন্য বৈধ রপ্তানিকে লাইসেন্সিং প্রক্রিয়া থেকে অব্যাহতি দিয়েছে। চীন আশা করে, ইউরোপীয় নেদারল্যান্ডসকে ভুল পদক্ষেপগুলো দ্রুত সংশোধন করার জন্য চাপ দেওয়া অব্যাহত রাখবে। নেদারল্যান্ডসের এই পদক্ষেপ আন্তর্জাতিক বাণিজ্য নীতি এবং বৈশ্বিক সরবরাহের স্থিতিশীলতাকে প্রভাবিত করছে বলে চীনের অভিযোগ।
শুভ/আজাদ তথ্য ও ছবি: চায়না ডেইলি