সর্বজনীন পর্যায়ক্রমিক পর্যালোচনা (ইউপিআর) প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রকে দ্রুত সহযোগিতা পুনরায় শুরুর আহ্বান জানিয়েছে চীন। মঙ্গলবার এ বিষয়ে বক্তব্য দেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান। সংবাদমাধ্যমের তথ্যে জানা যায়, জাতিসংঘ মানবাধিকার পরিষদে (ইউএনএইচসিআর) অনুষ্ঠিতব্য আসন্ন ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউ বা ইউপিআর-এ অংশ নিতে যুক্তরাষ্ট্র অস্বীকৃতি জানিয়েছে, যার কারণে নির্ধারিত প্রক্রিয়া এগোতে পারেনি।
গত সপ্তাহে ইউএনএইচসিআর যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তে দুঃখ প্রকাশ করে সর্বসম্মতভাবে একটি সিদ্ধান্ত গ্রহণ করে। মুখপাত্র লিন বলেন, ইউপিআর হলো জাতিসংঘ সাধারণ পরিষদের প্রস্তাবের মাধ্যমে গঠিত একটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা, যা মানবাধিকার বিষয়ে বিনিময় ও সহযোগিতা জোরদারে কাজ করে। সদস্য রাষ্ট্রগুলোকে গঠনমূলকভাবে এ প্রক্রিয়ায় অংশ নিতে হয় এবং নিজেদের মানবাধিকার পরিস্থিতি স্পষ্টভাবে তুলে ধরতে হয়, পাশাপাশি অন্য দেশের গঠনমূলক মন্তব্য গ্রহণ করতে হয়। তিনি জানান, যুক্তরাষ্ট্র নিয়মিতভাবে অন্য দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে আসছে, কিন্তু নিজে জাতিসংঘ মানবাধিকার সংস্থাগুলোর সঙ্গে সহযোগিতায় বাধা দিচ্ছে।
লিনের ভাষায়, ‘এটি দ্বিমুখী নীতির স্পষ্ট উদাহরণ, যা প্রমাণ করে যুক্তরাষ্ট্র প্রকৃত অর্থে মানবাধিকারকে গুরুত্ব দেয় না।’ তিনি আরও বলেন, চীন ‘গ্লোবাল গভর্ন্যান্স ইনিশিয়েটিভ’-এর মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে বহুপাক্ষিকতা জোরদার করতে, জনগণকেন্দ্রিক সিদ্ধান্ত নিতে এবং আন্তর্জাতিক মানবাধিকার অগ্রযাত্রাকে সঠিক পথে এগিয়ে নিতে কাজ করতে প্রস্তুত।
ফয়সল/নাহার তথ্য: সিনহুয়া ছবি: চায়না ডেইলি