চীনের তাইওয়ান অঞ্চল নিয়ে জাপানের প্রধানমন্ত্রী সানে তাকাইচির সাম্প্রতিক মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে চীন। পাশাপাশি জাপানকে তার যুদ্ধকালীন ইতিহাস নিয়ে গভীরভাবে অনুশোচনা করতে এবং কঠোরভাবে 'এক-চীন নীতি' মেনে চলার আহ্বান জানিয়েছে বেইজিং।
রাষ্ট্রীয় পরিষদের তাইওয়ান বিষয়ক কার্যালয়ের মুখপাত্র ছেন বিনহুয়া এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, পৃথিবীতে একটিই চীন আছে এবং তাইওয়ান হলো চীনের অবিচ্ছেদ্য অংশ। তাকাইচির মন্তব্য এক-চীন নীতিকে গুরুতরভাবে লঙ্ঘন করেছে এবং চীনের অভ্যন্তরীণ বিষয়ে চরম হস্তক্ষেপ।
ছেন বিনহুয়া বলেন, আমরা তীব্র অসন্তোষ এবং দৃঢ় আপত্তি প্রকাশ করছি। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যেই জাপানের কাছে প্রতিবাদ ও কঠোর আপত্তি জানিয়েছে। তিনি জাপানকে ইতিহাস নিয়ে গভীরভাবে চিন্তা করতে, এক-চীন নীতি এবং চীন ও জাপানের মধ্যে স্বাক্ষরিত চারটি রাজনৈতিক নথির প্রতি অঙ্গীকারবদ্ধ থাকতে এবং তাইওয়ান প্রশ্নে তাদের রাজনৈতিক প্রতিশ্রুতিগুলো রক্ষা করার জন্য অনুরোধ জানান।
শুভ/আজাদ তথ্য ও ছবি: সিজিটিএন