চীন নরওয়েকে ইউরোপের একটি গুরুত্বপূর্ণ ও নির্ভরযোগ্য অংশীদার হিসেবে দেখে বলে মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। মঙ্গলবার বেইজিংয়ে সফররত নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ আইদে’র সঙ্গে বৈঠকে এমন মন্তব্য করেন ওয়াং ই। এ সময় দুই দেশের পারস্পরিক সম্পর্ক ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করেন তারা।
বৈঠকে ওয়াং ই আশা প্রকাশ করেন, নরওয়ে চীনের প্রতি ইতিবাচক, বাস্তবসম্মত ও স্থিতিশীল নীতি বজায় রাখবে। তিনি দুই দেশের নেতাদের মধ্যে গৃহীত সিদ্ধান্তগুলো বাস্তবায়নের আহ্বান জানান এবং পারস্পরিক শ্রদ্ধা, উন্মুক্ততা ও পারস্পরিক লাভের ভিত্তিতে সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেন। নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী আইদে বলেন, নরওয়ে দৃঢ়ভাবে “এক চীন নীতি” অনুসরণ করে। তিনি জানান, নরওয়ের কোম্পানিগুলো চীনের বাজারে বিনিয়োগ বাড়াতে আগ্রহী।
তিনি আরও বলেন, চীনের “গ্লোবাল গভর্নেন্স ইনিশিয়েটিভ” নরওয়ের দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং নরওয়ে চীনের সঙ্গে মিলে জাতিসংঘ সনদের চেতনা ও নিয়মভিত্তিক বহুপাক্ষিক বাণিজ্যব্যবস্থা রক্ষা করতে চায়। উভয় পক্ষ তাদের উন্নয়ন কৌশলগুলোর সমন্বয় জোরদার করা, বাণিজ্য, সামুদ্রিক বিষয়, পরিবেশবান্ধব উন্নয়ন ও উদ্ভাবনসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক লাভজনক সহযোগিতা সম্প্রসারণ এবং দুই দেশের ব্যবসায়ীদের জন্য স্থিতিশীল ব্যবসায়িক পরিবেশ তৈরিতে সম্মত হয়।
জেনিফার/শুভ তথ্য ও ছবি: সিসিটিভি