বাণিজ্যিক সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নিতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে নতুন একটি সরাসরি কনটেইনার রুট চালু করেছে চীন। শনিবার চীনের পূর্বাঞ্চলীয় শানতোং প্রদেশের গুরুত্বপূর্ণ নৌ-বাণিজ্য কেন্দ্র ছিংতাও বন্দরে উদ্বোধন করা হয় এই ১৭তম গুরুত্বপূর্ণ কনটেইনার রুটটি।
নতুন এই রুটে প্রথম জাহাজ হিসেবে যাত্রা শুরু করেছে এমএসসি-র কনটেইনার জাহাজ 'তিয়েকো'। জাহাজটি ভিয়েতনাম ও থাইল্যান্ডের রাসায়নিক দ্রব্য, যান্ত্রিক ও বৈদ্যুতিক সামগ্রী এবং বিশেষভাবে তাজা পণ্য পরিবহণের দায়িত্ব পালন করবে। নতুন সমুদ্রসেবার আওতায় মোট ছয়টি জাহাজ নিয়মিত চলাচল করবে, যা চীনের গুরুত্বপূর্ণ হাব যেমন তালিয়ান, থিয়েনচিন নিউ পোর্ট এবং শেনচেনকে দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রধান কেন্দ্র ভিয়েতনাম, থাইল্যান্ড ও সিঙ্গাপুরের সঙ্গে যুক্ত করবে।
সংশ্লিষ্টরা বলছে, নতুন এই রুট চালুর ফলে চীনের উত্তরের অঞ্চলের সঙ্গে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর বাণিজ্যিক কার্যকারিতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে, যা উভয় অঞ্চলের অর্থনৈতিক অগ্রগতিতে বড় ভূমিকা রাখবে।
নাহার/জেনিফার তথ্য ও ছবি-সিনহুয়া