চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংয়ে পালিত হলো গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭৬তম বার্ষিকী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সম্প্রতি দ্য এশিয়ান ক্লাব লিমিটেড, চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ সেন্টার এবং হংকং অ্যাসোসিয়েশন অফ ন্যাচারালাইজড চাইনিজ লিমিটেডের যৌথ আয়োজনে এই অনুষ্ঠানটি ছিল হংকংয়ের সাংস্কৃতিক বৈচিত্র্যের এক অনন্য প্রদর্শনী।
এতে এক চীন নীতি, এক দেশ, দুই ব্যবস্থা এবং বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের অধীনে ঐক্য, শিক্ষা এবং আন্তঃসাংস্কৃতিক সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করা হয়। অনুষ্ঠানের শুরুতেই ছিল হংকংয়ের শিল্পীদের মনোজ্ঞ সংস্কৃতি পরিবেশনা। অনুষ্ঠানে সামার ক্যান্টনিজ কোর্সের গ্র্যাজুয়েশন অনুষ্ঠিত হয়, যেখানে ৩২ জন স্নাতক শিক্ষার্থীকে সনদ প্রদান করা হয়।
সমাপনী বক্তব্যে যৌথ আয়োজক কমিটির চেয়ারম্যান ড. ফখরুল ইসলাম বাবু বলেন, এই ধরনের উদ্যোগ ঐক্যবদ্ধ, অন্তর্ভুক্তিমূলক এবং সমৃদ্ধ হংকং গঠনে অবদান রাখে, যা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, এক চীন নীতি এবং এক দেশ, দুই ব্যবস্থার নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
শুভ/নাহার তথ্য ও ছবি: চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ সেন্টার