২০২৫ সালের চায়না গোল্ডেন রুস্টার অ্যান্ড হান্ড্রেড ফ্লাওয়ার্স ফিল্ম ফেস্টিভ্যাল এবং ৩৮তম চায়না গোল্ডেন রুস্টার অ্যাওয়ার্ডস শুরু হলো পূর্ব চীনের ফুচিয়ান প্রদেশের সিয়ামেন শহরে। গোল্ডেন রুস্টারের আলোক প্রজ্জ্বলন, সৃজনশীল পরিবেশনা এবং নতুন চলচ্চিত্র প্রচারণার মধ্য দিয়ে মঙ্গলবার উৎসবের উদ্বোধন করা হয়।
চলতি বছর বিশ্ব চলচ্চিত্রের ১৩০ বছর এবং চীনা চলচ্চিত্রের ১২০ বছর পূর্তি উদযাপিত হচ্ছে। উৎসব চলাকালীন থাকবে— চলচ্চিত্র প্রদর্শনী, একাডেমিক ফোরাম, এবং গোল্ডেন রুস্টার ফিল্ম ভেঞ্চার ক্যাপিটাল কনফারেন্স।১৫ নভেম্বরের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নাম ঘোষণা করা হবে বিজয়ীদের । অভিনেত্রী ওয়ান চিয়ান বলেন,“সিয়ামেন যেন সমুদ্রতীরের এক উদ্যান— যেখানে সিনেমার সঙ্গে এক রোমান্টিক সাক্ষাৎ ঘটে। শহরের সংস্কৃতি আর প্রকৃতির সৌন্দর্য এক শিল্পকর্মের মতো অনুভূতি জাগায়।” এছাড়া শুরু হচ্ছে- গোল্ডেন রুস্টার ডোমেস্টিক ফিল্ম এক্সিবিশন, যেখানে ২০ দিনে ৪৯টি চলচ্চিত্র প্রদর্শিত হবে।
১২টি নতুন চলচ্চিত্রের প্রদর্শনের পর দর্শকরা সরাসরি মতবিনিময় করতে পারবেন নির্মাতা ও শিল্পীদের সঙ্গে। উৎসবের শিল্প পরামর্শক চ্যাং চি বলেন,“এ বছরের চলচ্চিত্র উৎসবটি অসাধারণ বৈচিত্র্যময়। আমরা সিনেমার গভীরে ডুব দিই, পর্যবেক্ষণ করি, আর নিজেদের মতো করে ভাবি— আমি বিশ্বাস করি, সিনেমাই আমাদের প্রশ্নের উত্তর দেবে।”
জেনিফার/ রাসেল তথ্য ও ছবি: সিসিটিভি