চীনের শীর্ষ অর্থনৈতিক সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশন একটি নতুন নির্দেশিকা জারি করেছে, যার লক্ষ্য নবায়নযোগ্য জ্বালানির ভোগ, নিয়ন্ত্রণ ও ব্যবহারের ক্ষেত্রে উন্নয়ন ঘটানো এবং আধুনিক বিদ্যুৎ ব্যবস্থা গড়ে তোলা। সোমবার প্রকাশিত এই নির্দেশিকায় বলা হয়েছে, ২০৩০ সালের মধ্যে নতুন জ্বালানির ভোগের জন্য একটি সমন্বিত ও কার্যকর বহুতল নিয়ন্ত্রণ কাঠামো প্রতিষ্ঠা করা হবে।
চীনের নবায়নযোগ্য জ্বালানি খাত দ্রুত প্রবৃদ্ধি বজায় রাখবে বলে আশা করা হচ্ছে। ১৫তম পাঁচ বছর মেয়াদী পরিকল্পনা (২০২৬-২০৩০) চলাকালীন সময়ে প্রতি বছর গড়ে ২ শ’ থেকে ৩ শ’ মিলিয়ন কিলোওয়াট নতুন উৎপাদন সক্ষমতা যোগ হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
নির্দেশিকায় আরও বলা হয়েছে, ২০৩০ সালের মধ্যে নতুন বিদ্যুতের চাহিদা মূলত নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের মাধ্যমে পূরণ করা হবে। ২০৩৫ সালের মধ্যে, চীন এমন একটি নতুন বিদ্যুৎ ব্যবস্থা তৈরি করবে যা বিপুল পরিমাণ নবায়নযোগ্য জ্বালানি গ্রহণে সক্ষম হবে। একই সঙ্গে জ্বালানি ব্যবহারে দক্ষতা ও নিয়ন্ত্রণ ব্যবস্থার আরও উন্নয়ন ঘটানো হবে। নির্দেশনা অনুযায়ী, জাতীয় ঐক্যবদ্ধ বিদ্যুৎ বাজার নতুন জ্বালানি সম্পদের বণ্টনের ভিত্তি হিসেবে কাজ করবে, যা দেশের বিভিন্ন অঞ্চলে নবায়নযোগ্য জ্বালানির সুসংহত ব্যবহার ও দক্ষ ব্যবস্থাপনা নিশ্চিত করবে।
ঐশী/আজাদ তথ্য ও ছবি: সিসিটিভি