চীনের নৌবাহিনী ক্রমশ শক্তিশালী হচ্ছে, যা দেশের সার্বভৌমত্ব ও ভূখণ্ড রক্ষা করতে আরও কার্যকর ভূমিকা রাখবে। বুধবার চীনের মূল ভূখণ্ডের স্টেট কাউন্সিলের তাইওয়ান বিষয়ক দপ্তরের মুখপাত্র ছেন বিনহুয়া এসব কথা বলেন। ছেন বিনহুয়া বলেন, লিয়াওনিং, শানতোং এবং ফুচিয়ান—এই তিনটি এয়ারক্রাফট ক্যারিয়ার চীনের সামরিক শক্তির বড় অর্জন। তিনি আরও বলেন, তিনটি এয়ারক্রাফট ক্যারিয়ার থাকা চীনের প্রতিরক্ষা ও সামরিক শক্তিতে বড় অগ্রগতি।
এটি দেশের সশস্ত্র বাহিনীকে বিশ্বের মানের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ছেন বলেন, এই নৌবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষা করবে এবং কেউ যাতে চীনের ভূখণ্ড ভাগ করার চেষ্টা না করতে পারে তা প্রতিরোধ করবে। ফুচিয়ান ক্যারিয়ারের বিষয়ে মুখপাত্র বলেন, এটি চীনের প্রথম ক্যারিয়ার যা ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপল্টে সজ্জিত। জাহাজটি চীনের তাইওয়ান ও আন্তর্জাতিক মিডিয়ার নজর কেড়েছে এবং চীনের প্রতিরক্ষা ও প্রযুক্তিগত অগ্রগতি দেখাচ্ছে।
নাহার/আজাদ তথ্য ও ছবি-সিনহুয়া