চীনের সবচেয়ে বড় শেল তেল উৎপাদন কেন্দ্র হলো চাংছিং তেলক্ষেত্র। এই তেলক্ষেত্র থেকে এখন পর্যন্ত ২০ মিলিয়ন টনেরও বেশি শেল তেল উত্তোলন করা হয়েছে। রোববার চায়না ন্যাশনাল পেট্রোলিয়াম কর্পোরেশন এ তথ্য জানিয়েছে।
শেল তেল হলো এমন এক ধরনের বিশেষ তেল (অপ্রচলিত পেট্রোলিয়াম সম্পদ) যা মাটির নিচের পাথরের স্তরে তৈরি হয়। প্রচলিত তেলের মজুদ কমে গলে এই শেল তেল ব্যবহার করে অনেক বছর ধরে বিদ্যুৎ উৎপাদন বা অন্যান্য কাজে ব্যবহার সম্ভব হবে। তবে, শেল পাথরের ভেতর থেকে এই তেল বের করে আনা খুবই কঠিন এবং চ্যালেঞ্জিং।
চাংছিং তেলক্ষেত্রে ১ বিলিয়ন টনেরও বেশি শেল তেলের মজুদ রয়েছে। চাংছিং তেলক্ষেত্রের উপ-ব্যবস্থাপক লিউ ইছাং বলেন, এই বছরের শেষ নাগাদ চাংছিং তেলক্ষেত্র ৩.৫ মিলিয়ন টনেরও বেশি শেল তেল উৎপাদন করবে এবং ২০৩০ সালের মধ্যে আমরা এই বার্ষিক উৎপাদন ৪.৫ মিলিয়ন টনে উন্নীত করার পরিকল্পনা করছি।
শুভ/আজাদ তথ্য ও ছবি: সিসিটিভি