পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আত্মঘাতী বোমা হামলার তীব্র নিন্দা জানিয়েছে চীন। এ হামলায় অন্তত ১২ জন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। বুধবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়াখুন এ হামলার নিন্দা জানান।
তিনি বলেন, চীন দৃঢ়ভাবে যেকোনো ধরনের সন্ত্রাসবাদের বিরোধিতা করে। চীন এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাচ্ছে এবং নিহতদের প্রতি গভীর শোক ও আহত ও নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করছে। কুও চিয়াখুন জানান, প্রাপ্ত তথ্য অনুযায়ী এই হামলায় কোনো চীনা নাগরিক ক্ষতিগ্রস্ত হয়নি।
তিনি আরও বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই, সামাজিক স্থিতিশীলতা রক্ষা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পাকিস্তানের প্রচেষ্টাকে চীন ভবিষ্যতেও দৃঢ়ভাবে সমর্থন করবে।
নাহার/আজাদ তথ্য ও ছবি-সিনহুয়া