হানহা ওশন গ্রুপের অধীন পাঁচটি মার্কিন-সংশ্লিষ্ট সহযোগী প্রতিষ্ঠানের বিরুদ্ধে নেওয়া প্রতিরোধমূলক ব্যবস্থা এক বছরের জন্য স্থগিত করেছে চীন। দক্ষিণ কোরিয়ার শীর্ষস্থানীয় জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান হানহা ওশনের এসব কোম্পানির ওপর সিদ্ধান্তটি তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে বলে জানিয়েছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়।
মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্র তার ‘সেকশন ৩০১’ তদন্তের অংশ হিসেবে চীনের সামুদ্রিক পরিবহন, লজিস্টিকস ও জাহাজ নির্মাণ খাতে আরোপিত পদক্ষেপ এক বছরের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নেওয়ার পর চীনও পাল্টা ব্যবস্থা স্থগিত করেছে। চীনের পক্ষ থেকে স্থগিত করা পাঁচটি মার্কিন-সংশ্লিষ্ট প্রতিষ্ঠান হলো, হানহা শিপিং এলএলসি, হানহা ফিলি শিপইয়ার্ড, হানহা ওশেন ইউএসএ ইন্টারন্যাশনাল এলএলসি, হানহা শিপিং হোল্ডিংস এলএলসি এবং এইচএস ইউএসএ হোল্ডিংস কর্পোরেশন। গত ১৪ অক্টোবর ২০২৫ তারিখে চীনের বাণিজ্য মন্ত্রণালয় এই প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা কার্যকর করে।
নাহার/আজাদ তথ্য ও ছবি-সিনহুয়া