যুক্তরাষ্ট্রের মালিকানাধীন বা পরিচালিত জাহাজগুলোর ওপর আরোপিত বিশেষ বন্দর ফি এক বছরের জন্য স্থগিতের ঘোষণা দিয়েছে চীন। দেশটির পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার স্থানীয় সময় দুপুর ১টা ১ মিনিট থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে।
একই সঙ্গে মন্ত্রণালয় ঘোষণা করেছে যে, যুক্তরাষ্ট্রের সেকশন ৩০১ তদন্ত চীনের নৌপরিবহন ও জাহাজ নির্মাণ খাত, পাশাপাশি সংশ্লিষ্ট শিল্প ও সরবরাহ শৃঙ্খলে কী প্রভাব ফেলছে সে বিষয়ে পরিচালিত তদন্তও এক বছরের জন্য স্থগিত রাখা হবে।
চীনের পরিবহন মন্ত্রণালয় জানায়, কুয়ালালামপুরে অনুষ্ঠিত সাম্প্রতিক চীন–যুক্তরাষ্ট্র অর্থনৈতিক ও বাণিজ্য আলোচনায় অর্জিত দ্বিপাক্ষিক সমঝোতার ভিত্তিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
নাহার/ফয়সল তথ্য ও ছবি-সিজিটিএন