সিঙ্গেল-অ্যাটম ক্যাটালিসিস প্রযুক্তির পথিকৃৎ চীনা রসায়নবিদ চাং থাও আন্তর্জাতিক স্বীকৃতি ‘সাইটেশন লরিয়েট’ অর্জন করেছেন। চীনের মূল ভূখণ্ডের প্রথম বিজ্ঞানী হিসেবে এ সম্মান পেলেন তিনি।
ক্লারিভেট অ্যানালিটিক্স ঘোষিত এই পুরস্কারকে নোবেল পুরস্কারের পূর্বাভাস হিসেবে গণ্য করা হয়। ২০০২ সাল থেকে এখন পর্যন্ত ৪৬০ জনের বেশি গবেষক এই সম্মান পেয়েছেন, যাদের মধ্যে ৮৩ জন পরে নোবেল পেয়েছেন।
চায়না একাডেমি অব সায়েন্সেসের সদস্য চাং থাও তালিয়ান ইনস্টিটিউট অব কেমিক্যাল ফিজিক্সের গবেষক। ২০১১ সালে তার দল নেচার কেমিস্ট্রি পত্রিকায় প্রকাশিত গবেষণায় প্রথম সিঙ্গেল-অ্যাটম ক্যাটালিস্ট তৈরি করে বৈপ্লবিক অগ্রগতি আনে। বর্তমানে এ গবেষণা ৬ হাজারেরও বেশি বার উদ্ধৃত হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, চাংয়ের কাজ টেকসই রসায়ন, শক্তি রূপান্তর ও পরিবেশ শুদ্ধকরণে নতুন দিগন্ত উন্মোচন করেছে। ভবিষ্যতে সিঙ্গেল-অ্যাটম ক্যাটালিসিসের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার সমন্বয় বৈশ্বিক সবুজ জ্বালানি ও রসায়ন শিল্পে নতুন যুগ সূচনা করবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।
সূত্র: সিএমজি