সেপ্টেম্বর ২৪, সিএমজি বাংলা ডেস্ক: চীনের কৃষকদের ফসল উৎসবের অষ্টম বার্ষিকী উপলক্ষে বিশেষ গালা অনুষ্ঠান সম্প্রচার করবে চায়না মিডিয়া গ্রুপ সিএমজি। আগামী মঙ্গলবার এই বিশেষ গালা সম্প্রচার করা হবে।
এবারের অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য হলো “সমৃদ্ধ ফসলের আনন্দ, উন্নত জীবনের স্বপ্ন। এতে চারটি পৃথক অংশ থাকবে, যেখানে গ্রামীণ ও শহুরে অঞ্চলের ভোগ্যপণ্যের প্রসার এবং উৎকৃষ্ট কৃষি সংস্কৃতি তুলে ধরা হবে। প্রথমবারের মতো এ গালায় ছয়টি ভিন্ন প্রদেশে সমন্বিত মঞ্চ সাজানো হয়েছে। নিংশিয়া হুই স্বায়ত্তশাসিত অঞ্চলের লিংউয়ু সিটি, কুইচৌ প্রদেশের রেনহুয়াই সিটি, উত্তর-পূর্ব চীনের চিলিন প্রদেশের চেনলাই কাউন্টি, কুয়াংতোং প্রদেশের ছাওচৌ সিটি, শানতোং প্রদেশের চাওইউয়ান সিটি ও রোংছেং সিটিতে এই গালার আয়োজন করা হয়েছে।
সমৃদ্ধ ফসলের আনন্দ দেশজুড়ে ছড়িয়ে দেওয়া এবং বিভিন্ন অঞ্চলের বিশেষ কৃষিপণ্য দর্শকদের সামনে উপস্থাপন করা এই অনুষ্ঠানের মূল লক্ষ্য।
তথ্য ও ছবি: সিসিটিভি