দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল থেকে প্রায় ১৮০ কিলোমিটার দক্ষিণে, এওচিয়ং দ্বীপের উপকূলে একটি চীনা মাছ ধরার নৌকা ডুবে গেছে। নৌকাটিতে মোট নয়জন ক্রু ছিলেন বলে ধারণা করা হচ্ছে। সোমবার সকালে এই দুর্ঘটনার খবর জানিয়েছে ইয়নহাপ সংবাদ সংস্থা।
স্থানীয় সময় সকাল ৮টা ৫৩ মিনিটে, ৯৯-টন ওজনের নৌকাটি দ্বীপ থেকে প্রায় ১৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমের সমুদ্রে হঠাৎ করে উল্টে যায়। ঘটনার পরপরই দক্ষিণ কোরিয়ার কোস্টগার্ড দ্রুত টহল জাহাজ ও হেলিকপ্টার পাঠিয়ে উদ্ধার ও অনুসন্ধান অভিযান শুরু করেছে। নিখোঁজ নাবিকদের সন্ধানে অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
নাহার/আজাদ তথ্য ও ছবি-সিনহুয়া