নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ এডের সাথে বৈঠক করেছেন চীনের উপ-প্রধানমন্ত্রী তিং সুয়েসিয়াং। মঙ্গলবার বেইজিংয়ে এ বৈঠক করেন তিনি। এ সময় তিনি বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে ব্যবহারিক সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান। চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিটিকাল ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য তিং সুয়েসিয়াং বলেন, চীন ও নরওয়ের জনগণের মধ্যে ঐতিহ্যবাহী বন্ধুত্ব রয়েছে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক সুস্থ ও স্থিতিশীলভাবে বজায় রয়েছে।
গত বছর দুই দেশের নেতাদের বৈঠকে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ ঐকমত্য হয়েছিল। তিনি আরও বলেন, ২০তম সিপিসি কেন্দ্রীয় কমিটির চতুর্থ পূর্ণাঙ্গ অধিবেশনে আগামী পাঁচ বছরের জন্য চীনের উন্নয়নের যে পরিকল্পনা তৈরি করা হয়েছে, তা চীন-নরওয়ে সহযোগিতার জন্য আরও নতুন সুযোগ তৈরি করবে। তিং সুয়েসিয়াং উভয় দেশের মধ্যে গভীর রাজনৈতিক পারস্পরিক আস্থা, কৌশলগত যোগাযোগ জোরদার এবং অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ, পরিবেশবান্ধব রূপান্তর এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলার মতো ক্ষেত্রগুলোতে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান।
এ সময় নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এডে পরিবেশবান্ধব রূপান্তর এবং অন্যান্য ক্ষেত্রে চীনের অসাধারণ সাফল্যের ভূয়সী প্রশংসা করেন। তিনি জানান, নরওয়ে দৃঢ়ভাবে এক-চীন নীতিতে অবিচল রয়েছে এবং তার দেশ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত করতে ও সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে আগ্রহী।
শুভ/আজাদ তথ্য ও ছবি: সিসিটিভি