Edu Daily 24
খবর

২৬০ পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ

অস্বচ্ছল মানুষদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে কাপাসিয়া উপজেলার রাওনাট পেশাজীবী কল্যাণ পরিষদ। গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাওনাট বাজার রয়েল কিন্ডারগার্টেন স্কুল মাঠে ৬ এপ্রিল সকালে ঈদ-উল-ফিতর উপলক্ষে অস্বচ্ছল ২৬০ পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বিতরণকৃত ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল- ১ কেজি পোলাওয়ের চাল, ১ কেজি চিনি, ১ লিটার সয়াবিন তেল, ১ প্যাকেট সেমাই, ১ প্যাকেট গুড়ো দুধ, ১ পিস সাবান।রাওনাট পেশাজীবী কল্যাণ পরিষদের সভাপতি মো: হাদিছউল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের মোগরখাল এলাকার সমাজসেবক মো: আজিজুর রহমান। অনুষ্ঠানের উদ্বোধন করেন এস এম বিল্ডার্স লিমিটেডের চেয়ারম্যান মাহবুবুল আলম।রাওনাট পেশাজীবী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মো: সাখাওয়াত হোসেন আকন্দ ও যুগ্ম সম্পাদক মো: সাইফুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবী ফোরামের সভাপতি মো: বাবু শেখ।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাওনাট পেশাজীবী কল্যাণ পরিষদের উপদেষ্টা মন্ডলীর সদস্য মো: তাজউদ্দিন আহমেদ, গাজীপুর জর্জ কোর্টের আইনজীবী ও পেশাজীবী কল্যাণ পরিষদের উপদেষ্টা মন্ডলীর সদস্য এডভোকেট দেলোয়ার হোসেন, সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্য মো: জয়নাল আবেদীন। আরো বক্তব্য রাখেন রাওনাট বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শফিকুল আলম, পেশাজীবী কল্যাণ পরিষদের কার্যকরী সভাপতি মো: মামুন মোল্লা, সংগঠনের সহ-সভাপতি মো: ফারুক হোসেনসহ প্রমুখ। আরো উপস্থিত ছিলেন সহজ ডটকমের তুহিন আহমেদ,সংগঠনের কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের সার্বিক তত্তাবধানে ছিলেন পেশাজীবী কল্যাণ পরিষদের অর্থ বিষয়ক সম্পাদক মো: হাসমত উল্লাহ ব্যাপারী ও দফতর সম্পাদক আনিছুর রহমান রতন।

Video