এ এইচ সবুজ, গাজীপুর: গাজীপুর মহানগরীর বাসন থানাধীন পেয়ারা বাগান এলাকায় ও কালিয়াকৈর এলাকায় দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ জানায়,গাজীপুর মহানগরীর পেয়ারা বাগান এলাকায় ফায়ার সার্ভিস অফিসের সামনে মঙ্গলবার মধ্য রাতে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে বাসের মধ্যে কোন মানুষ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি৷ পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করে। আগুনে গাড়ির বেশিরভাগ অংশ পুড়ে গেছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ মামুন বলেন, মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি বাসে গভীর রাতে আগুন দেওয়ার খবর আসে। পরে আমাদের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে৷ এছাড়া, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে কালিয়াকৈর নবীনগর সড়কের চক্রবর্তী এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
এলাকাবাসী ও পুলিশ জানায়, গাজীপুর মহানগরীর চক্রবর্তী এলাকার জ্যোতি ফিলিং স্টেশন এর সামনে রাস্তার পাশে একটি বাস দাঁড়িয়েছিল। এ সময়ে একজন মিস্ত্রি বাসের নিচে শুয়ে মেরামতের কাজ করতেছিল। রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে একটি মোটরসাইকেলে দুইজন যুবক বাসের পাশে গিয়ে দাঁড়ায়। এক পর্যায়ে তারা বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে দ্রুত মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণ করে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, দুর্বৃত্তরা মোটরসাইকেল নিয়ে এসে বাসটিতে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ করে। এতে বাসের ক্ষতি হলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।