ফায়ার সার্ভিস নিয়োগ পরীক্ষার তারিখ ২০২৩ (সময়সূচী)

5/5 - (3 votes)

ফায়ার সার্ভিস নিয়োগ পরীক্ষার তারিখ ২০২৩ (সময়সূচী) প্রকাশিত হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর-এর ৬ ক্যাটাগরির পদের লিখিত পরীক্ষা হবে ২২ জুলাই ২০২৩ তারিখে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর-এর অধিদপ্তরে ওয়েবসাইটে (https://www.fireservice.gov.bd) দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই সময়সূচি প্রকাশ করা হয়।

পদগুলো হলো- সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, ওয়্যারলেস মেকানিক, অফিস সহকারী, স্টোর সহকারী, ইলেকট্রিশিয়ান ও অফিস সহায়ক। এসব পদে জনবল নিয়োগের লক্ষ্যে গত ২৬ এপ্রিল ২০২৩ তারিখে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল।

সব পদের পরীক্ষা ২২ জুলাই ২০২৩ তারিখ দুপুর ৩টা থেকে শুরু হবে। সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, ওয়্যারলেস মেকানিক ও অফিস সহকারী পদের পরীক্ষা সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, ১৪৮ নিউ বেইলি রোড, ঢাকায় অনুষ্ঠিত হবে।

 

অফিস সহকারী (বাকি প্রার্থীদের), স্টোর সহকারী ও ইলেকট্রিশিয়ান পদের পরীক্ষা উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ৮৫ কাকরাইল, ঢাকায় অনুষ্ঠিত হবে।

 

অফিস সহায়ক পদের পরীক্ষা উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ৮৫ কাকরাইল, ঢাকা; গাজী সামসুন নেসা গার্লস হাইস্কুল, ৫২-সিদ্ধেশ্বরী, রমনা, ঢাকা; ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ১/এ নিউ বেইলি রোড, রমনা, ঢাকা (কলেজ ভেন্যু, গেট নম্বর-০১) ও ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে (স্কুল ভেন্যু, গেট নম্বর-০৮) অনুষ্ঠিত হবে।

এ ছাড়া টেলিটক থেকে প্রার্থীদের কাছে পরীক্ষার স্থান ও সময় উল্লেখ করে এসএমএস পাঠানো হবে। সেই সঙ্গে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ওয়েবসাইটে এবং নোটিশ বোর্ডেও এ–সংক্রান্ত তথ্য প্রকাশ করা হবে। বিস্তারিত আসনবিন্যাস প্রার্থীরা কেন্দ্রে উপস্থিত হয়ে জানতে পারবেন।

টেলিটক কর্তৃক এসএমএস প্রাপ্তির পরিপ্রেক্ষিতে প্রবেশপত্র ডাউনলোড করে প্রিন্টকপিসহ প্রার্থীদের পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হতে হবে। অবশ্যই নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হতে হবে।

প্রার্থীদের আবশ্যিকভাবে মাস্ক পরিধানসহ সব স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলতে হবে।

 

ফায়ার সার্ভিস নিয়োগ পরীক্ষার তারিখ ২০২৩ (নোটিশ)

৬ পদের লিখিত পরীক্ষার বিস্তারিত সময়সূচি ও নোটিশ দেখুন এই লিংক থেকে : http://www.fireservice.gov.bd/sites/default/files/files/fireservice.portal.gov.bd/notices/21c96f91_63ef_4758_a1c7_4fba9b10bcea/2023-07-11-11-39-86ea1d00b666331e9da6cbc684b1a444.pdf

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

© 2025 Edu Daily 24. All rights reserved.

Powered by Edu Daily 24.