এ এইচ সবুজ, নিজস্ব প্রতিবেদক: জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৪ (কাপাসিয়া) সংসদীয় আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন পেয়েছেন বিএনপি'র স্থায়ী কমিটির সাবেক সদস্য, সাবেক মন্ত্রী ব্রি: জে: আ.স.ম হান্নান শাহ্'র উত্তরসূরী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ্ রিয়াজুল হান্নান।
সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটি ও সাংগঠনিক টিমের যৌথ বৈঠকের পর আয়োজিত সংবাদ সম্মেলনে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে শাহ্ রিয়াজুল হান্নানের নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি মহাসচিব বলেন, 'দীর্ঘ ১৬ বছর পর আগামী ফেব্রুয়ারিতে আমরা একটি গণতান্ত্রিক নির্বাচন পেতে যাচ্ছি। এই নির্বাচনের জন্য প্রায় ২৩৫ আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রস্তুত করা হয়েছে।' তিনি আরো জানান, যেসব আসনে প্রার্থী এখনও ঘোষণা হয়নি, সেসব আসনে আন্দোলনের সহযোগী দলগুলোর সঙ্গে সমন্বয় করে প্রার্থী চূড়ান্ত করা হবে।
এর আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্থায়ী কমিটির বৈঠকে প্রার্থীদের নাম প্রাথমিকভাবে চূড়ান্ত করা হয়। সমর্থকদের প্রিয় নেতাকে ধানের শীষের টিকিট দেয়ায় গাজীপুরের কাপাসিয়ায় বিএনপি'র সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে বইছে আনন্দের জোয়ার। উপজেলা শহরের বিভিন্ন স্থানে নেতাকর্মীরা আনন্দ মিছিল করছে।