গাজীপুরে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

'কৃষিই সমৃদ্ধি' শ্লোগানে গাজীপুরে ২০২৪-২৫ অর্থ বছরে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

Rate this post

এ এইচ সবুজ,গাজীপুর : ‘কৃষিই সমৃদ্ধি’ শ্লোগানে গাজীপুরে ২০২৪-২৫ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকাচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশীপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ মে) সকালে জেলা পরিষদ মিলনায়তনে এ পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়। এতে ৭০ জন কৃষক-কৃষাণি অংশগ্রহণ করেন।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: হাসিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ রফিকুল ইসলাম খান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য ) ড. সঞ্জয় কুমার পাল, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত কৃষি কর্মকর্তা উম্মে সাবিহা তাসনিম এরিন, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো: আবু শামা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: মোবারক হোসেন, জেলা সমবায় কর্মকর্তা আরিফা সুলতানা শিপা।

সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে পার্টনার কংগ্রেস বিষয়ে স্বাগত বক্তব্য রাখেন কৃষিবিদ মো: হাসিবুল হাসান। কৃষকদের মধ্যে পার্টনার ফিল্ড স্কুলের প্রশিক্ষণ বিষয়ক অভিজ্ঞতা শেয়ার করেন আন্দারুল পার্টনার ফিল্ড স্কুলের সভাপতি মো: শাখাওয়াত হোসেন।

এসময় কৃষকদের মধ্যে উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন বাড়িয়া ইউপি সদস্য শফিকুল ইসলাম, কামারজুরি পার্টনার ফিল্ড স্কুলের সভাপতি ওবায়দুল্লাহ, নয়নপুর ব্লকের পার্টনার ফিল্ড স্কুলের সভাপতি মো: বিল্লাল হোসেন মোড়ল।

এছাড়াও অনুষ্ঠানে সদর উপজেলাধীন বিভিন্ন এলাকার ফিল্ড স্কুল প্রতিনিধিরা, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন সংস্থার প্রতিনিধি ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।

'কৃষিই সমৃদ্ধি' শ্লোগানে গাজীপুরে ২০২৪-২৫ অর্থ বছরে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
‘কৃষিই সমৃদ্ধি’ শ্লোগানে গাজীপুরে ২০২৪-২৫ অর্থ বছরে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

এডু ডেইলি ২৪

Education, News and Information-based portal

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *