গাজীপুর আইনজীবী সমিতির নির্বাচন : সভাপতি-সম্পাদকসহ ৫ পদে জামায়াতের বিজয়

গাজীপুর আইনজীবী সমিতির নির্বাচন : সভাপতি-সম্পাদকসহ ৫ পদে জামায়াতের বিজয়
গাজীপুর আইনজীবী সমিতির নির্বাচন : সভাপতি-সম্পাদকসহ ৫ পদে জামায়াতের বিজয়
4/5 - (1 vote)

এসএম সবুজ: গাজীপুর জেলা আইনজীবী সমিতির (২০২৫-২৬ সেশনে) নির্বাচনে ১৬টি পদের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত প্যানেল থেকে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৫টি পদে এবং সহ-সভাপতি ও কোষাধ্যক্ষসহ ১১টি পদে বিএনপি সমর্থিত প্যানেলের প্রার্থীরা জয়ী করেছেন। আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি ও জামায়াত সমর্থিত দুটি প্যানেলই অংশ গ্রহণ করে।

এদিকে এ নির্বাচনে গাজীপুরের রাজনীতিতে একটি নতুন ইতিহাসের সূচনা হয়েছে বলে মনে করছেন বিশিষ্টজনেরা। বিশেষ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের জন্য।

বৃহস্পতিবার (২৯ মে) ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে মোট ১ হাজার ৮৯০ জন ভোটারের মধ্যে ১ হাজার ৪২৫ জন ভোটার ভোট প্রদান করেন। পরে রাতে নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার এ্যাড. মো: সুলতান উদ্দিন ফলাফল ঘোষণা করেন।

বিভিন্ন মত-পথের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেও নেতৃত্বের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে জামায়াত সমর্থিত প্রার্থীরা। ৫ আগস্টের পর কোন নির্বাচনে জামায়াতের এ বিজয়কে গাজীপুরের রাজনীতিতে একটি নতুন মাইল ফলক বলে মনে করছেন বিশ্লেষকরা।

সভাপতি পদে বিএনপি সমর্থিত প্রার্থী এ্যাড. ড. শহিদ উজ্জামানকে (৫৬৪ ভোট) হারিয়ে জামায়াত সমর্থিত প্রার্থী এ্যাড. আলহাজ্ব মো: শামসুল হক ভূঁইয়া (৭৬৯ ভোট) নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে জামায়াতের প্রার্থী মো: মোস্তাফিজুর রহমান কামাল (৬৯৩ ভোট) বিএনপি সমর্থিত প্রার্থী মো: সাইফুল ইসলাম মোল্লাকে (৬৪৮ ভোট) হারিয়ে বিজয়ী হয়েছেন। নির্বাচনে জামায়াত সমর্থিত প্রার্থী হিসাবে সহ-সাধারণ সম্পাদক পদে মুহাম্মদ ফখরুদ্দীন আকবরী ফখরু এবং সদস্য পদে আব্দুর রহিম ও মাহদী হাসান নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে, বিএনপি সমর্থিত প্রার্থীদের মধ্যে সহ-সভাপতি পদে আব্দুল হামিদ, কোষাধ্যক্ষ পদে মো: আবুল কালাম আজাদ, লাইব্রেরি সম্পাদক পদে: মো: কামরুল হাসান রাসেল, অডিটর সম্পাদক পদে: রবিউল আলম, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক: মো: সালাহ্ উদ্দিন খান অপু, মহিলা সম্পাদিকা: আজিজা আক্তার এবং সদস্য পদে সদস্য: মোঃ আসিফ রায়হান কাউসার, আশিকুর রহমান, কামরুল হাসান, ফাতেমা খান, আলহাজ্ব মো: শ্যামল সরকার নির্বাচিত হয়েছেন।

এ নির্বাচনের ফলাফল ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ঠিক তেমনি নেটিজেনরা মনে করছেন, গাজীপুরের আইনজীবী সমাজে এ ফলাফল একদিকে যেমন বিকল্প নেতৃত্বের উত্থানের ইঙ্গিত, অন্যদিকে, তা রাজনৈতিক সমীকরণে নতুন মেরুকরণের বার্তা দিচ্ছে। অনেকে মনে করছেন, এ বিজয় শুধু সংখ্যার নয়, এটা একটি মনস্তাত্ত্বিক শক্তি অর্জনের দিকচিহ্ন।

Follow Us on Google News!

Stay updated with our latest news and articles directly from Google News.

Follow on Google News

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

© 2025 Edu Daily 24. All rights reserved.

Powered by Edu Daily 24.