চীনের পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে জর্জিয়ার উন্নয়ন কৌশলের জন্য একটি গুরুত্বপূর্ণ অনুপ্রেরণার উৎস হিসেবে উল্লেখ করেছেন দেশটির প্রধানমন্ত্রী ইরাকলি কোবাখিদজে। সম্প্রতি শাংহাইয়ে সিএমজিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী কোবাখিদজে বলেন, চীনের কৌশলগত পরিকল্পনা আমাদের জন্য একটি সফলতার মডেল। গত কয়েক বছরে চীনের ধারাবাহিক উন্নয়ন প্রমাণ করে যে দীর্ঘমেয়াদি পরিকল্পনা একটি দেশের অগ্রযাত্রার জন্য কতটা গুরুত্বপূর্ণ।
আমরা চাই এই অভিজ্ঞতা থেকে শিখে জর্জিয়ার উন্নয়ন আরও এগিয়ে নিতে। চীনের ১৫তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা (২০২৬–২০৩০) দেশের অর্থনৈতিক, সামাজিক এবং প্রযুক্তিগত উন্নয়নের নতুন দিকনির্দেশনা দেবে।
জর্জিয়াও এই অভিজ্ঞতা অনুসরণ করে নিজেদের ২০২৬–২০৩৫ সময়কালের জন্য ১০ বছরের একটি সমন্বিত উন্নয়ন কৌশল প্রণয়ন করছে, যা দেশের দীর্ঘমেয়াদি অগ্রগতির রোডম্যাপ হিসেবে কাজ করবে।
জেনিফার/ নাহার তথ্য ও ছবি: সিসিটিভি